Bangla Gk | বাংলা জিকে Part-2

Bangla Gk | বাংলা জিকে Part-2


Bangla Gk | বাংলা জিকে Part-2


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General nowledge Part-2



1. স্বয়ংক্রিয় ফ্লাশে কোন পক্রিয়া ব্যবহৃত হয় ? 


উত্তর : সাইফন ক্রিয়া


2. তরল বা গ্যাসে কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ অনুভূত হয় তার নাম কি ?


 উত্তর : প্লবতা


3. ব্যারোমিটারে পারদ ধীরে ধীরে বাড়লে কি বোঝায় ? 


উত্তর : আবহাওয়া শুস্ক ও পরিষ্কার


4. ঘাত এর SI পদ্ধতিতে একক কি ? 


উত্তর : নিউটন 


5. গভীরতা বৃদ্ধির সঙ্গে তরলের মধ্যে চাপের কি পরিবর্তন হয় ?


উত্তর : বৃদ্ধি পায়


6. যে সকল পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে তাদের কে বলে ?


 উত্তর : প্যাথোজেন 


7. ব্রেন ইমেজিং এই ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহৃত হয় ? 


উত্তর : আয়োডিন - 123


8. ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক ?


উত্তর : অ্যালুমিনিয়াম


9. কপারের সাথে কি মেশালে ব্রোঞ্জ তৈরি হয় ? 


উত্তর : টিন (Sn)


10. মিথাইল অরেঞ্জ কে ক্ষারে ডোবালে কি রং হয় ? 


উত্তর : হলুদ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.