Bangla Gk | বাংলা জিকে Part-18

Bangla Gk | বাংলা জিকে Part-18


Bangla Gk | বাংলা জিকে Part-18


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-18




1. 1857-র বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন ? 

উত্তর : বেগম হজরৎ মহল

2.ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে "Break down plan" কে প্রস্তাব করেন ?

উত্তর : লর্ড মাউন্টব্যাটন

3. পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে কী বলে ? 

উত্তর : এনটোমোফিলি

4. কে 'খালসা প্রবর্তন করেন ? 

উত্তর : গুরু গোবিন্দ সিংহ

5. কে 'সত্যাশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন ?

উত্তর : জ্যোতিবা ফুলে

6. লেবুর ভক্ষনশীল অংশটি কী ?

উত্তর : অন্তস্ত্বকের রোম

7. ফসফোরাইলেশন প্রক্রিয়া কে আবিষ্কার করেন ? 

উত্তর : ওয়ারবার্গ

8. 'মর্লে-মিন্টো সংস্কার' কত সালে ঘোষিত হয় ? 

উত্তর : 1909 সালে

9. সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়, তিনি কে ছিলেন ? 

উত্তর : ঔরঙ্গজেব

10. কোন মৌর্যশাসক, যিনি তাঁর আদেশলিপিগুলিতে 'প্রিয়দর্শী' নাম ব্যবহার করতেন ? 

উত্তর : অশোক




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.