Bangla General Knowledge | বাংলা জিকে Part-47

Bangla General Knowledge | বাংলা জিকে Part-47


Bangla General Knowledge | বাংলা জিকে Part-47


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla General Knowledge | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla General Knowledge | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে Bangla General Knowledge | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Bangla General Knowledge | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-47



1. 'The Ascent of Sap' বইটি কার লেখা ? 

উত্তর : জগদীশচন্দ্র বসু

2. হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করেন ? 

উত্তর : বেলিস ও স্টারলিং 

3. অলফ্যাক্টরি কোশ কি হিসাবে কাজ করে ? 

উত্তর : ঘ্রাণ গাহক 

4. ব্যাকটেরিয়ার দেহে কি ধরণের বিভাজন ঘটে ? 

উত্তর : অ্যামাইটোসিস

5. দেহের বিভিন্ন অংশে ম্যালিগন্যান্ট কোশগুলির ছড়িয়ে পড়াকে কি বলে ? 

উত্তর : মেটাস্ট্যাসিস

6. প্রজাপতির দ্বারা পরাগযোগ কে কি বলা হয় ? 

উত্তর : সাইকোফিলি 

7. অ্যালবিনিজম কি বাহিত প্রচ্ছন্ন রোগ ? 

উত্তর : অটোজোম

8. যে সব ব্যক্তির লালের প্রতি বর্ণান্ধতা রয়েছে তাদের কে কি বলে ?

উত্তর : প্রোটোনোপ

9. মানুষের চোখের কোনে লাল রঙের ক্ষুদ্র মাংসল নিষ্ক্রিয় অঙ্গটি হল ? 

উত্তর : প্লিকা সেমিলুনারিস

10. মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পান ? 

উত্তর : কার্ল ভন ফ্রিশ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.