Dear Students,
Gksolves.com
চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি
পশ্চিমবঙ্গের কৃষিকাজ ও খনিজ দ্রব্য PDF প্রতিবছর বিভিন্ন
সরকারি চাকরির
পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL |
SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor |
Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন
বিজ্ঞান, ভূগোল,
রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে।
তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের কৃষিকাজ ও খনিজ দ্রব্য PDF. নিচে Agriculture And Minerals Of West Bengal PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।
এই পশ্চিমবঙ্গের কৃষিকাজ ও খনিজ দ্রব্য PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির
নীচে যান এবং ডাউনলোড করুন।
সুতরাং, দেরি না করে এখনই পশ্চিমবঙ্গের কৃষিকাজ ও খনিজ দ্রব্য PDF টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
পশ্চিমবঙ্গের কৃষিকাজ ও খনিজ দ্রব্য PDF: Download Agriculture And Minerals Of West Bengal PDF
পশ্চিমবঙ্গের
কৃষিকাজ |
|
ধান |
বর্ধমান (পশ্চিমবঙ্গের
ধানের গোলা), পশ্চিম
মেদিনীপুর, মুর্শিদাবাদ |
পাট |
মুর্শিদাবাদ, হুগলি, নদীয়া,
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, কোচবিহার |
চা |
দার্জিলিং, কালিংপং, তরাই
অঞ্চল (শিলিগুড়ি, গরুবাথান), ডুয়ার্স
অঞ্চল, পুরুলিয়া অঞ্চলে অযোধ্যা পাহাড় |
গম |
মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম |
যব |
মুর্শিদাবাদ, নদীয়া, জলপাইগুড়ি |
আলু |
হুগলি, বর্ধমান, পূর্ব
মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর |
আঁখ |
মুর্শিদাবাদ, নদীয়া, বর্ধমান |
তামাক |
কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর
দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর |
পান |
পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম
মেদিনীপুর |
তুঁত গাছ |
মালদা, মুর্শিদাবাদ, বাঁকুরা,
উত্তর দিনাজপুর |
পশ্চিমবঙ্গে প্রাপ্ত খনিজ দ্রব্য |
|
কয়লা |
রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া,
রামনগর, বড়োজোড়া, নীতুড়িয়া |
ম্যাঙ্গানিজ |
পশ্চিম মেদিনীপুর
জেলার বেলপাহাড়ি, গিধনি
অঞ্চল |
ডলোমাইট |
জলপাইগুড়ি জেলার
বক্সা-জয়ন্তী অঞ্চল |
কোয়ার্টজাইট |
পুরুলিয়া জেলা |
টাংস্টেন |
বাঁকুরা জেলার
ঝিলিমিলি এবং পোড়া পাহাড় |
চুনাপাথর |
পুরুলিয়া জেলার
ঝালদা, হাঁসপাথর ও বাঘমারা
অঞ্চল, বাঁকুরা জেলার হরিরামপুর |
Download পশ্চিমবঙ্গের কৃষিকাজ ও খনিজ দ্রব্য PDF
File Format:- Pdf
Quality:- High
File Size:- 4 Mb
File Location:- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box