Dear Students,
Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রাজা হর্ষবর্ধন প্রশ্নোত্তর Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। ই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রাজা হর্ষবর্ধন প্রশ্নোত্তর Pdf. নিচে রাজা হর্ষবর্ধন প্রশ্নোত্তর টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই King Harshavardhana Question Answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
সুতরাং, দেরি না করে এখনই রাজা হর্ষবর্ধন প্রশ্নোত্তর Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
রাজা হর্ষবর্ধন প্রশ্নোত্তর-King Harshavardhana Question Answers
১)
হর্ষবর্ধন কত বছর বয়সে সিংহাসনে বসেন?
❏ ১৬
বছর
২)
হর্ষবর্ধন কাদের সাহায্যে বোন রাজ্যশ্রীকে বিন্ধ্যপর্বত থেকে উদ্ধার করেন?
❏ স্থানীয়
উপজাতি
৩)
শশাঙ্কের সাথে যুদ্ধের সময় হর্ষবর্ধন যখন অনুপস্থিত ছিল তখন যুদ্ধের দায়িত্বভার কে
গ্রহন করেছিল?
❏ মন্ত্রী
ভান্ডি
৪)
হর্ষবর্ধন এর সাথে মিত্রতা করেন কে?
❏ কামরূপের
রাজা ভাস্করবর্মা
৫) কোন
রাজা হর্ষবর্ধন এর সাথে বশ্যতামূলক মিত্রতা নীতি গ্রহন করেন?
❏ গুজরাটের
বলভীর রাজা ধ্রুবসেন
৬) কার
শিলালিপি তে হর্ষকে সকলোত্তরপথনাথ বলে অভিহিত করা হয়?
❏ চালুক্যরাজ
দ্বিতীয় পুলকেশী
৭)
হর্ষবর্ধন এর উপাধিগুলি কি কি?
❏ সকলোত্তর
পথনাথ,শিলাদিত্য,রাজকুমার,মগধরাজ
৮) কে
নালন্দা বিশ্ববিদ্যালয় এর সাথে যুক্ত ছিলেন?
❏ হর্ষবর্ধন
৯)
হর্ষবর্ধন এর রাজধানীর নাম কি বা
হর্ষবর্ধন কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
❏ কনৌজ
১০)
হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর যে মেলাটির প্রচলন করেন তার নাম কি?
❏ মহামোক্ষ
পরিষদ
১১)
মহামোক্ষ পরিষদ নামক মেলাটি কতদিন ধরে চলত?
❏ তিন
মাস
১২) মহামোক্ষ
পরিষদ নামক মেলা কোথায় হত?
❏ গঙ্গা
ও যমুনার সঙ্গমস্থলে প্রয়াগ
১৩) যে
প্রান্তরে মহামোক্ষ পরিষদ নামক মেলাটি হত তার নাম কি?
❏ দানক্ষেত্র
বা সন্তোষক্ষেত্র
১৪)
হর্ষবর্ধন রচিত পুস্তকগুলির নাম কী?
❏ নাগানন্দ,প্রিয়দর্শিকা,রত্নাবলি
১৫)
হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন?
❏ পূষ্যভুতি
বংশের
১৬)
হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেন?
❏ ৬০৬
খ্রীস্টাব্দে
১৭)
হর্ষবর্ধন একটি নতুন বর্ষ গননার প্রচলন করেন এর নাম কী?
❏ হর্ষাব্দ
১৮)
সিংহাসনে বসার পর হর্ষবর্ধন কোন উপাধি গ্রহন করেছিলেন?
❏ শিলাদিত্য
১৯)
হর্ষবর্ধন রচিত নাটকটির নাম কী?
❏ রত্নাবলী
২০)
ভান্ডি কোন রাজার সচিব ছিলেন?
❏ হর্ষবর্ধন
২১) মধুবনি
তাম্রপট থেকে কার রাজত্বকাল সম্পর্কে জানা যায়?
❏ হর্ষবর্ধন
২২)
হিউয়েন সাঙ কার আমলে ভারতবর্ষে আসেন?
❏ হর্ষবর্ধন
(মনে রাখার টিপস - দুজনেরই নামের প্রথম অক্ষর "হ")
২৩)
জয়সেন,ময়ূর,দিবাকর,কবি মৌর্য ও কবি ভতুহরি কার রাজসভা অলংকৃত করত?
❏ হর্ষবর্ধন
২৪) পুষ্যভুতি
বংশের রাজারা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?
❏ বৈশ্য
২৫)
পুষ্যভুতি বংশের প্রথম স্বাধীন রাজা কে?
❏ প্রভাকর
বর্ধন
২৬)
পুষ্যভুতি বংশের প্রতিষ্ঠাতা কে?
❏ পুষ্যভুতি
(পুষ্যভুতি-নরবর্ধন-রাজ্যবর্ধন-আদিত্যবর্ধন-প্রভাকরবর্ধন-(রাজ্যবর্ধন)- হর্ষবর্ধন।
পুষ্যভুতি থেকে আদিত্যবর্ধন পর্যন্ত সবাই গুপ্ত সম্রাটদের অধীনে সামন্তরাজা হিসাবে
ছিলেন)
২৭)
প্রভাকর বর্ধন এর উপাধি কি ছিল?
❏ পরমভট্টরক
মহারাজাধিরাজ ও প্রতাপশীল
২৮) শেষ
বৌদ্ধধর্মালম্বী সম্রাটের নাম কর যিনি সংস্কৃত বিশারদ ও লেখক ছিলেন?
❏ হর্ষবর্ধন
২৯) আর্যমঞ্জুশ্রীমূলকল্পে
উল্লেখিত পুন্ডবর্ধনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
❏ শশাঙ্ক
ও হর্ষবর্ধন
৩০)
হর্ষবর্ধন এর সভাকবি কে ছিলেন?
❏ বানভট্ট
৩১)
বানভট্টের লেখা গ্রন্থগুলির নাম কি?
❏ কাদম্বরী
ও হর্ষচরিত
৩২)
হর্ষবর্ধন এর জীবনী ও রাজত্বকাল সম্পর্কে বিশদভাবে কোন গ্রন্থ থেকে জানা যায়?
❏ বানভট্টের
হর্ষচরিত
৩৩)
সুপ্রভাত ও অষ্টাশ্রয়ী নামক দুটি বৌদ্ধ কবিতা কে লেখেন?
❏ হর্ষবর্ধন
৩৪)
জাতকমালা কার রাজত্বকালে রচিত হয়?
❏ হর্ষবর্ধন
৩৫)
হর্ষবর্ধন এর দাদার নাম কি?
❏ রাজ্যবর্ধন
Download রাজা হর্ষবর্ধন প্রশ্নোত্তর Pdf-King Harshavardhana Question Answers
File Details:-
File Name:- রাজা হর্ষবর্ধন প্রশ্নোত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box