Dear Students,
Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রিটিশ ভারতে প্রবর্তিত বিভিন্ন আইন Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। ই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রিটিশ ভারতে প্রবর্তিত বিভিন্ন আইন Pdf. নিচে ব্রিটিশ ভারতে প্রবর্তিত বিভিন্ন আইন টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Various Laws Introduced In British India Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
সুতরাং, দেরি না করে এখনই ব্রিটিশ ভারতে প্রবর্তিত বিভিন্ন আইন Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
ব্রিটিশ ভারতে প্রবর্তিত বিভিন্ন আইন-Various Laws Introduced In British India
রেগুলেটিং আইন
(1773)
(1) এই আইনের মাধ্যমে ভারতে ইস্ট
ইন্ডিয়া কোম্পানির শাসনের ওপর ব্রিটিশ পার্লামেন্ট নজরদারি শুরু করে।
(2) কলকাতায় সুপ্রিমকোর্ট
প্রতিষ্ঠিত হয়।
(3) বেঙ্গল প্রেসিডেন্সিকে
মাদ্রাজ এবং বোম্বাই প্রেসিডেন্সির তুলনায় অধিক গুরুত্ব প্রদান করা হয়।
পিটের ভারতশাসন আইন
(1784)
(1) ছয় সদস্যের বোর্ড অব্ কন্ট্রোল গঠিত হয়।
চার্টার আইন (1813)
(1) চার্টার আইনের মাধ্যমে চা
বাণিজ্য এবং চিনে বহির্বাণিজ্য ছাড়া অন্যান্য ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির
একাধিপত্যের অবসান ঘটানো হয়।
চার্টার আইন (1853)
(1) ভারতবর্ষে সংসদীয় ব্যবস্থার
ভিত সুদৃঢ় করা হয়।
(2) আইন বিভাগ এবং শাসন বিভাগের
মধ্যে পৃথকীকরণ করা হয়।
ভারতশাসন আইন (1858)
(1) ভারতবর্ষের শাসনভার ইস্ট
ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত করা
হয়।
(2) ভারতসচিব (Secretary of State for India) পদটির সৃষ্টি করা হয়।
ভারতীয় পরিষদ আইন
(1861)
(1) এই আইনের মাধ্যমে ভারতীয়
বিচারব্যবস্থার সংস্কার সাধন করা হয়।
কলকাতা,বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট
প্রতিষ্ঠা হয়।
(2) আংশিকভাবে প্রাদেশিক আইনসভা গুলিকে
আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়।
(3) গভর্নর জেনারেলের হাতে
অর্ডিন্যান্স জারির ক্ষমতা অর্পণ করা হয়।
ভারতীয় পরিষদ আইন (1892)
(1) প্রাদেশিক আইনসভাকে বাজেট
পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করা হয়।
ভারতীয় পরিষদ আইন
বা মর্লে মিন্টো সংস্কার আইন (1909)
(1) কেন্দ্রে ও প্রদেশে আইন
পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়।
(2) সাম্প্রদায়িক ভিত্তিতে
নির্বাচন প্রথার প্রবর্তন করা হয়।
(3) প্রত্যক্ষ নির্বাচনের সংস্থান
করা হয়।
ভারতশাসন আইন (1919)
(1) স্বায়ত্ত শাসন মূলক
প্রতিষ্ঠান গঠনের বিষয়ে প্রাদেশিক সরকারকে অধিক ক্ষমতা প্রদান করা হয়।
(2) কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ
বিশিষ্ট করা হয়।
(3) শাসনকার্যে ভারতীয়দের অধিক
হারে সংযুক্ত করা হয়।
ভারতশাসন আইন (1935)
(1) এই আইনের ভিত্তিতে
পরবর্তীকালে ভারতীয় সংবিধান রচনা করা হয়।
(2) ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয়
শাসনব্যবস্থা গড়ে তোলা হয়।
(3) কেন্দ্রীয় এবং প্রাদেশিক
সরকারের মধ্যে তিনটি তালিকার মাধ্যমে শাসন ক্ষমতার বণ্টন করা হয় কেন্দ্রীয় তালিকা,প্রাদেশিক তালিকা এবং যুগ্ম তালিকা।
(4) যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন
করা হয়।
সাইমন কমিশন
1919 সালের ভারতশাসন আইনের
কার্যকারিতা নিরীক্ষণের জন্য সাইমন কমিশন গঠিত হয়। আইন অনুসারে 1929 সালে এই কমিশন নিয়োগের কথা থাকলেও
রাজনৈতিক কারণে 1927 সালেই কমিশন গঠন করা হয়,যার
চেয়ারম্যান ছিলেন স্যার জন সাইমন। এই কমিশন ইন্ডিয়ান
স্ট্যাটুটারি কমিশন নামেও পরিচিত। 7 জন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হয়েছিল, যার অন্যতম সদস্য ছিলেন ক্লিমেন্ট
এটলি (পরবর্তী সময়ে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী নিযুক্ত হন)। 1947 সালে ভারত ও
পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার ক্ষেত্রেও তার
ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
সাইমন
কমিশনের প্রস্তাব:-1930 সালে এই কমিশন তার
প্রতিবেদন পেশ করে। এই রিপোর্টে দ্বৈতশাসন ব্যবস্থার বিলুপ্তি এবং প্রদেশগুলিতে
প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয় এবং ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলির
মধ্যে ফেডারেশন ব্যবস্থা চালু করার প্রস্তাব পেশ করা হয়। এ ছাড়া এই রিপোর্টে
সম্প্রদায় ভিত্তিক ভোটের প্রস্তাব উত্থাপন করা হলে হিন্দু-মুসলিম উভয়ই তা
প্রত্যাখ্যান করে।
নেহরু রিপোর্ট
লর্ড বিরকেনহেড ভারতীয়দের একটি
সর্বজন গ্রাহ্য সংবিধান রচনা করার জন্য আহ্বান জানান। এর ফলস্বরূপ নেহরু রিপোর্টে প্রকাশিত
হয় 1928 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে একটি সর্বদলীয় সম্মেলন ডাকা হয় এবং 6
মাস পরে (আগস্ট,1928) একটি রিপোর্টে প্রকাশিত
হয়,যা নেহরু রিপোর্টে নামে পরিচিত। কমিটির চেয়ারম্যান
পণ্ডিত মোতিলাল নেহরুর নামানুসারে এই রিপোর্টের নামকরণ করা হয়,যা সংবিধানের একটি খসড়া রচনা করে। 1928 সালের ডিসেম্বর মাসে জাতীয়
কংগ্রেসের কলিকাতা অধিবেশনে এটি অনুমোদিত হয়। এই রিপোর্টে কেন্দ্র ও প্রদেশে
দায়িত্বশীল সরকার গঠনের কথা বলা হয়।
Download ব্রিটিশ ভারতে প্রবর্তিত বিভিন্ন আইন Pdf-Various Laws Introduced In British India
File Details:-
File Name:- ব্রিটিশ ভারতে প্রবর্তিত বিভিন্ন আইন [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box