Dear Students,
Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Primary TET Special Questions Answers Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। ই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Primary TET Special Questions Answers Pdf. নিচে প্রাইমারি টেট স্পেশাল প্রশ্নোত্তর টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Primary TET Special Questions Answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
সুতরাং, দেরি না করে এখনই Primary TET Special Questions Answers Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
Primary TET Special Questions Answers-প্রাইমারি টেট স্পেশাল প্রশ্নোত্তর
১। মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায় ➤ পঞ্চম
থেকে দশম শ্রেণী।
২। ব্রেইল লেখা হয় ➤ ৬ টি বিন্দু
দিয়ে।
৩। অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ,তা হল ➤ গণিত।
৪। “ভগবান হল সত্য এবং
সত্যই ভগবান” ➤ গান্ধীজী।
৫। রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন ➤ 1911 সালে।
৬। বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন ➤ বিদ্যাসাগর।
৭। নঈ তালিম শিক্ষার অপর নাম হল ➤ বুনিয়াদী শিক্ষা।
৮। কোঠারী কমিশনে মোট সদস্য ছিলেন ➤ 17 জন।
৯। কোঠারী কমিশন গঠিত হয় যার উদ্যোগে,তিনি হলেন ➤ এম. সি. চাওলা।
১০। স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হল ➤ রাধাকৃষ্ণণ
কমিশন (১৯৪৮-৪৯)।
১১। মুদালিয়ার কমিশন গঠিত হয় ➤ 1952-53 সালে।
১২। ‘শিক্ষা হল অভিজ্ঞতার
পুনর্গঠন’ ➤ ডিউই।
১৩। একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হল ➤ সংস্কৃতি।
১৪। শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন ➤ রুশো।
১৫। শিক্ষামনোবিজ্ঞান হল ➤ মনোবিজ্ঞানের
ফলিত শাখা।
১৬। মনোবিজ্ঞানকে ‘আত্মার বিজ্ঞান’ বলে উল্লেখ করেছেন ➤ অ্যারিস্ট্রটল।
১৭। “আগ্রহ একধরনের গতিশীল
মানসিক প্রবণতা” এই
মতের প্রবক্তা হলেন ➤ ড্রেভার।
১৮। “বিশেষ বিশেষ সামর্থ্য
অর্জন করার ক্ষমতাই বুদ্ধি” ➤ মনোবিদ উড্রো।
১৯। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় ➤ ব্রাজিলের রিও-ডি-জেনিরোতে।
২০। এজেন্ডা - 21 কর্মসূচী গৃহীত হয় ➤ বসুন্ধরা সম্মেলনে।
২১। ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের ➤ স্ট্র্যাটোস্ফিয়ারে।
২২। প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় ➤ 1992 সালে।
২৩। “সমাজ বিচ্ছিন্ন
ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না।” ➤ রেমন্ট।
২৪। “মানুষের শ্বাসপ্রশ্বাস
মানুষের কাছেই সর্বনাশা।” ➤ স্যার পার্সিনান।
২৫। “চরিত্রকে বলিষ্ঠ ও
কর্মঠ করাই শিক্ষার লক্ষ্য।” ➤ রবীন্দ্রনাথ।
২৬। “চরিত্র গঠনই শিক্ষার
চরম আদর্শ।” ➤ হার্বাট'।
২৭। “প্রকৃতির স্রষ্টার হাত
থেকে যা কিছু আসে তা সবই সৎ ও মঙ্গলময়।" ➤ রুশো।
২৮। “প্রতিটি মহৎ শিল্পকলার
একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে।” ➤ অ্যারিস্টটল।
২৯। থাস্টোনের দলগত উপাদান তত্ত্বে ‘S’ উপাদানটি
হল ➤ স্থান
প্রত্যক্ষণের ক্ষমতা।
৩০। স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন ➤ 1904 সালে।
৩১। থাস্টোনের মতে প্রাথমিক উপাদান হল ➤ 7টি।
৩২। বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হলেন ➤ গিলফোর্ড।
৩৩। পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন ➤ স্কিনার।
৩৪। প্যাভলভের তত্ত্বটিকে বলা হয় ➤ Туре - 1 শিখন।
৩৫। “Mentality of Apes” বইটি প্রকাশিত হয় ➤ 1925 সালে।
৩৬। স্কিনারের তত্তটি হল ➤ অপারেন্ট
অনুবর্তন।
৩৭। কোঠারী কমিশন গঠিত হয় ➤ ১৯৬৮-৬৯ সালে।
৩৮। উচ্চতর মাধ্যমিকের সময়সীমা ➤ দুই বছর।
৩৯। শিক্ষাকে মনোজগতের আলোর উৎসের কেন্দ্রবিন্দু বলা হয়েছে ➤ বেদে।
৪০। “জ্ঞানের মতো এত পবিত্র
অন্য কিছু বস্তু পৃথিবীতে নেই।” ➤ গীতা।
৪১। শব্দের তীব্রতা পরিমাপের একক হল ➤ ডি. বি./ ডেসিবেল।
৪২। অক্টেক ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ➤ বধিরত্ব।
৪৩। কলকাতায় হিন্দু স্কুল স্থাপিত হয় ➤ 1817 সালে।
৪৪। ভারত পথিক বলা হয় ➤ রামমোহনকে।
৪৫। ‘কথামালা’ রচনা
করেছেন ➤ বিদ্যাসাগর।
৪৬। বুনিয়াদী শিক্ষার মূলভিত্তি ➤ হস্তশিল্প।
৪৭। মনেপ্রাণে সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ➤ গান্ধীজী।
৪৮। সোমপ্রকাশ পত্রিকা প্রকাশকরেছিলেন ➤ বিদ্যাসাগর।
৪৯। দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন ➤ প্রকৃতিবাদী।
৫০। রাধাকৃষ্ণ কমিশন হল ➤ বিশ্ববিদ্যালয়
শিক্ষা কমিশন।
৫১। কোঠারী কমিশনের রিপোর্ট বিভক্ত ➤ চারটি খণ্ডে।
৫২। “Education and National Development” শিরোনামে রিপোর্ট প্রকাশ করে ➤ কোঠারী
কমিশন।
৫৩। ইংল্যান্ডের যে ব্যক্তি কোঠারী কমিশনের সদস্য ছিলেন,তার নাম ➤ এইচ. এল. এলভিন।
৫৪। কম্পিউটার সহযোগী শিখন হল ➤ CAL
৫৫। নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয় ➤ 1855 সালে।
৫৬। শ্রীনিকেতন যার বাস্তব শিক্ষাচিন্তার মূর্ত প্রতীক,তিনি হলেন ➤ রবীন্দ্রনাথ
ঠাকুর।
Download Primary TET Special Questions Answers Pdf-প্রাইমারি টেট স্পেশাল প্রশ্নোত্তর
File Details:-
File Name:- Primary TET Special Questions Answers [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box