Dear Students,
Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কুষানবংশ ও কনিষ্ক Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। ই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কুষানবংশ ও কনিষ্ক Pdf. নিচে কুষানবংশ ও কনিষ্ক টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Kushan Dynasty And Kanishka Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
সুতরাং, দেরি না করে এখনই কুষানবংশ ও কনিষ্ক Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
কুষানবংশ ও কনিষ্ক-Kushan Dynasty And Kanishka
১)
কুষানদের পূর্ব জাতির নাম কী?
❏ ইউ-চি
২) কুষান
সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
❏ কুজুল কদফিসিস
৩) কুষান
বংশের শেষ সম্রাট কে?
❏ বাসুদেব
৪)
শকাব্দ কে প্রচলন করেন?
❏ কনিষ্ক
৫) কুষান
যুগে কোন শিল্প উন্নতির চরম শিখরে পৌঁছায়?
❏ গান্ধার শিল্প
৬)
চতুর্থ বৌদ্ধ-সঙ্গীতি কার আমলে হয়?
❏ কনিষ্ক
চারটি
বৌদ্ধ সঙ্গীতি -
❏ প্রথম অজাতশত্রু
❏ দ্বিতীয় কালাশোক
❏ তৃতীয় অশোক
❏ চতুর্থ কনিষ্ক
৭) ভারতে
প্রথম স্বর্নমুদ্রা কারা চালু করেন?
❏ কুষানরা
৮) বিম কদফিসিস
কোন ধর্মালম্বী ছিলেন?
❏ শৈব,অর্থাৎ শিবের উপাসক
ছিলেন।
৯)
চতুর্থ বৌদ্ধ -সঙ্গীতির সভাপতি কে ছিলেন?
❏ বসুমিত্র
১০)
চতুর্থ বৌদ্ধ -সঙ্গীতি কোথায় হয়?
❏ কাশ্মীরের জলান্ধরে (মতান্তরে কান্দাহারে)
১১)
কতদিন ধরে চতুর্থ বৌদ্ধ -সঙ্গীতি হয়?
❏ তিনমাস
১২)
চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে কি হয়েছিল?
❏ মহাযান ধর্মমত রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং বৌদ্ধ ধর্মশাস্ত্র গুলিকে সংস্কৃতে
অনুবাদের ব্যবস্থা করা হয়।
১৩)
মহাবিভাষা কি?
❏ চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে গৃহীত ও সংকলিত ত্রিপিটকের ব্যাখ্যাসমূহ মহাবিভাষা
নামে বৌদ্ধ সাহিত্যে বিশেষভাবে স্থানলাভ করে।
১৪)
কুষানযুগের বিভিন্ন রচনা ও রচনাকারঃ-
❏ বুদ্ধচরিত➧অশ্বঘোষ
❏ বজ্রসূচী➧ অশ্বঘোষ
❏ মাধ্যমিকা সুত্র➧ নাগার্জুন
❏ শতসহস্রিকা প্রজ্ঞাপারমিতা➧ নাগার্জুন
❏ মহাবিভাষা➧ বসুমিত্র
❏ মহাভাষ্য➧ পতঞ্জলি
❏ বৃহত্ কথা➧ গুনাঢ্য
❏ মিলিন্দপঞ্জহো➧ নাগসেন
❏ চরক সংহিতা➧ চরক
❏ সুশ্রুত সংহিতা➧ সুশ্রুত
১৫)
সিল্করুট বা রেশমপথ কি?
❏ কুষানযুগে ভারতে উত্পন্ন রেশম বা সিল্ক চীনের মধ্য দিয়ে যে পথে ইরান ও রোমান
সাম্রাজ্যে পৌঁছাত তাকে সিল্করুট বলা হয়।
১৬)
দৈবপুত্র শাহানুশাহী কাদের উপাধি?
❏ কুষান
১৭) কোন
শাসকের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের মতো রনোন্মাদনা ও অশোকের মত ধর্মীয় উদ্দীপনার এক
অপূর্ব সমন্বয় দেখা যায়?
❏ কনিষ্ক
১৮) কাকে
দ্বিতীয় অশোক বলা হয়?
❏ কনিষ্ক
১৯)
দৈবপুত্র ও কাইজার কার উপাধি ছিল?
❏ কনিষ্ক
২০)
কনিষ্ক কোন চীনা সেনাপতির কাছে পরাজিত হন?
❏ চীনা সম্রাট হো-তি এর সেনাপতি প্যান-চাও এর কাছে কনিষ্ক পরাজিত হন(যদিও
কিছুদিন পর প্যান-চাও এর পুত্রকে পরাজিত করে কিনষ্ক পূর্ব পরাজয়ের প্রতিশোধ নেন
এবং সন্ধির জামিনস্বরূপ এক চীনা রাজকুমারকে নিজের দরবারে রেখে দেন)।
Download কুষানবংশ ও কনিষ্ক Pdf-Kushan Dynasty And Kanishka
File Details:-
File Name:- কুষানবংশ ও কনিষ্ক [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Thank you sir
ReplyDeletePlease do not share any spam link in the comment box