অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর Pdf: Environmental Science Pdf In Bengali

পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর: Here, is the best place for you to download পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর Pdf. Gksolves give you All competitive exam Special free  Environmental Science Pdf In Bengali like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams, RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exam. পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর Pdf is very important for Preparation all examinations. You can also download GK, GI, Math, Question Paper, Current Affairs, etc Pdf format free of cost on our website. Visit this Gksolves.com to Download  Environmental Science Pdf In Bengali. The direct link Of this পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর has been given below.




পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর Pdf: Environmental Science Pdf In Bengali




Dear Students,
Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি  Environmental Science Pdf In Bengaliপ্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। ই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর Pdf. নিচে পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই  Environmental Science Pdf In Bengali টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।




সুতরাং, দেরি না করে এখনই পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন


পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর- Environmental Science Pdf In Bengali



1. মিনেমাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হল পারদ

2. UV বিকিরণের দ্বারা ত্বকের ক্যান্সার হয়

3. বিশ্ব পরিবেশ দিবস হল 5ই জুন

4. জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটি হল প্লাস্টিক

5. তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটি হল সালফার ডাই অক্সাইড

6. ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস হল ধান খেত

7. SO2 দূষন দ্বারা গাছের ক্লোরোফিল বিনষ্ট হয়

8. ওজোনস্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে।

9. ওজোনস্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম CFC

10. প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম CO2

11. ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় বায়ুদূষণ রোধে।

12. ইউট্রোফিকেশন বলে জলে শৈবালের বৃদ্ধিকে ।

13. বিশুদ্ধ জলে pH এর মান 7

14. জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম স্ট্রিকনিন।

15. মিনামাটা বিপর্যয় ঘটে জাপানে।

16. শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাসরীতিকে বলা হয় সিমবায়োসিস।

17. বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমগ্র উদ্ভিদের একসঙ্গে বলা হয় ফ্লোরা।

18. প্রাণীগোষ্ঠীকে বলা হয় ফনা।

19. পশ্চিমবঙ্গে বাঘ্র প্রকল্প আছে সুন্দরবনে।

20. ইকোলজি কথার অর্থ বাস্তুবিদ্যা।

21. বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী।

22. ইকোসিস্টেম শব্দটির প্রবর্তক ট্যান্সলি।

23. কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমান বা সর্বমোট সংখ্যাকে বলা হয় বায়োমাস।

24. দশ শতাংশ সুত্রের প্রবক্তা লিন্ডেম্যান।

25. জলে ভাসমান আণুবিক্ষনিক জীবদের বলা হয় প্ল্যাংটন।

26. উদ্ভিদের বলা হয় ফাইটোপ্ল্যাংটন।

27. প্রানিদের বলা হয় জু-প্ল্যাংটন

28. ফাইটোপ্ল্যাংটন হলো জলজ বাস্তুতন্ত্রের উত্পাদক উপাদান

29. যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাতার কেটে বেড়ায় তাদের বলে নেকটন।

30. নেকটনের উদাহরণ মাছ ও তিমি।

31. যেসব প্রাণী জলের নীচে বসবাস করেন তাদের বলা হয় বেনথস।

32. বেনথসের উদাহরণ শামুক ও প্রবাল।

33. পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম জলদাপাড়া।

34. ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম একশৃঙ্গ গন্ডার ও সিংহ

35. ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের।

36. ফাইটোপ্ল্যাংটনের উদাহরণ ক্ল্যামাইডোমেনাস ও ভলবক্স।

37. জু-প্ল্যাংটনের উদাহরণ মশার লার্ভা ও ডাফনিয়া।

38. নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম ও ক্লসট্রিডিয়াম।

39. ডি- নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সিউডোমেনাস ও থিওব্যাসিলাস।

40. বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো প্রজাতির জীবের অবস্থান ও তার ভুমিকাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ্।

41. খাদ্য পিরামিড তিনপ্রকার।

42. ইটাই ইটাই রোগ কোন ধাতুর কারনে হয় ক্যাডমিয়াম।

43. মিনামাটা রোগ কোন ধাতুর কারনে হয়?

পারদ

44. ব্ল্যাক ফুট ডিজিজ কোন ধাতুর কারনে হয়?

আর্সেনিক

45. ফ্লুরোসিস রোগ কেন হয়?

ফ্লোরাইড দুষন

46. কালো ফুসফুস রোগ কাদের হয়?

কয়লা কারখানার শ্রমিকদের

47. প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি?

কার্বন ডাইঅক্সাইড

48. জৈব গ্রীন হাউস গ্যাস কোনটি?

মিথেন

49. বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা কতো?

প্রতি লিটার জলে ০.০১ মিলিগ্রাম

50. মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কতো?

প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম

51. ওজোনস্তরের ক্ষতির জন্য প্রধান দায়ী কোন গ্যাস?

ক্লোরোফ্লুরোকার্বন  কার্বন

52. ইকোসিস্টেম নামকরন কে করেন?

ট্যানসলে

53. বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়?

২৩ শে মার্চ

54. ফ্লাই অ্যাশ এর উতস কি?

তাপ বিদ্যুত কেন্দ্র

55. ভূ- তাপমাত্রা বৃদ্ধির কারন কি?

গ্রীন হাউস গ্যাস

56. GIS- এর পুরো নাম কি?

Geographical Information System.

57. তৈগা কি?

পাইন গাছের বনভূমি

58. ভারতে বনভূমির পরিমান কতো?

১৯.৩৯%

59. পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় হয়?

স্টকহোমে।

60. আর্সেনিকোসিস হলো জলদুষনের ফল/ আর্সেনিক দুষনের ফল

61. চিপকো শব্দের অর্থ কি?

জড়িয়ে ধরা।

62. শব্দের তীব্রতা মাপার একক কি?

ডেসিবল

63. চিপকো আন্দোলনের মুল দাবী কি ছিল?

অরণ্য সংরক্ষণের দাবী।

64. টর্নেডো কথাটি কোন দেশের সঙ্গে যুক্ত?

আমেরিকা

65. হ্যারিকেন কোন দেশের ঝড়?

ওয়েষ্ট ইন্ডিজ।

66. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?

সিসমোগ্রাফ।

67. টাইফুন কি?

জাপানের ঘূর্ণবাত

68. UNESCO পুরো নাম কি?

United Nations Educational, Scientific and Cultural Organization.

69. IUCN এর পুরো নাম কি?

International Union for Conservation of Nature.

70. শিশু দিবস 14th NOVEMBER

71. হিরোসিমা দিবস 6th AUGUST

72. বিশ্ব রেডক্রশ দিবস 8th MAY

73. তামাক বিরোধী দিবস 31st MAY

74. এই মুহূর্তে পৃথিবীর শক্তির বড়ো উৎস হল তেল

75. ভারতে সর্বাধিক কয়লা ব্যবহৃত হয় তাপবিদ্যুত্ কেন্দ্রে

76. শব্দ দূষণ পরিমাপক একক হল ডেসিবেল

77. যানবাহনের ধোঁয়া সৃষ্ট ক্ষতিকারক ধাতুজাতীয় দূষক পদার্থ হল সিসা

78. CFC এর পুরো নাম ক্লোরো ফ্লুরো কার্বন

79. EPA এর সম্পূর্ন নাম Environmental protection agency

80. বর্ষাকালে কোন মেঘ সবচেয়ে বেশি দেখা যায় কিউমুলোনিম্বাস

81. বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত 0.00006%

82. উর্বর মাটির রং কালো বাদামি।

83. তৈগা অঞ্চলে দেখা যায় পডসল মৃত্তিকা।

84. জীবের শ্বসনের ফলে কোন গ্যাস উৎপাদন হয় কার্বন ডাই অক্সাইড

85. পদার্থের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তিকে কি বলে স্থিতি শক্তি

86. জীবভরের একক ক্যালোরি

87. রামসার ক্ষেত্র বলতে বোঝায় জলাভূমি

88. ভারত কবে 100 কোটি তে পৌঁছায় জনসংখ্যার দিক দিয়ে 11/05/2001

89. গ্রিক শব্দ সিসমোস কথাটির অর্থ ভূকম্পন

90. ভূ গর্ভস্থ জলের দূষন র জন্য দায়ী আর্সেনিক

91. শব্দের নিরাপদ মাত্রা 65DB

92. ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী MIC

Download পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর Pdf- Environmental Science Pdf In Bengali



File Details:-

File Name:- পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:-  2 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download


আরও ডাউনলোড করুন:

 ডাউনলোড 350+ Evs Mcq Question Pdf - Click Here



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.