কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায়: Ways To Remember The Literary Works Of Poets

কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায়: Here, is the best place for you to download Ways To Remember The Literary Works Of Poets Pdf. Gksolves give you All competitive exam Special free কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায় Pdf like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams, RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exam. কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায় Pdf is very important for Preparation all examinations. You can also download GK, GI, Math, Question Paper, Current Affairs, etc Pdf format free of cost on our website. Visit this Gksolves.com to Download কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায়. The direct link Of this Ways To Remember The Literary Works Of Poets has been given below.




কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায়: Ways To Remember The Literary Works Of Poets




Dear Students,
Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায় Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। ই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায় Pdf. নিচে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায় টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Ways To Remember The Literary Works Of Poets Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।




সুতরাং, দেরি না করে এখনই কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায় Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন


কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায়-Ways To Remember The Literary Works Of Poets




রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

উপন্যাস

দুইবোন এত চতুর ছিল যে,চোখের বালি দিয়ে রাজর্ষির সাথে যোগাযোগ করত ঘরের বাহিরে। শেষের কবিতা উপন্যাসের চার অধ্যায়ে গোরা বারবার মালঞ্চির জন্য বৌ ঠাকুরাণীর কাছে করুণা চাইল

১. দুইবোন

২. চতুরঙ্গ (চতুর)

৩. চোখের বালি

৪. রাজর্ষি

৫. যোগাযোগ

৬. শেষের কবিতা

৭. চার অধ্যায়

৮. গোরা

৯. মালঞ্চ

১০. বৌ ঠাকুরাণীর হাট

১১. করুণা

১২. ঘরে বাহিরে

নাটক

রাজা ও রাণী তাসের দেশে নটির পূজা করতে বসন্তকালের যাত্রায় রুদ্রচন্দ্রকে বিসর্জন দিয়ে বাল্মীকির প্রতিভাকে অচলায়তন করলেন। এই শুনে চিত্রাঙ্গদা অরূপবতী শ্যামাকে নিয়ে ডাকঘরে বসে মুক্তমনে তপসী জপতে শুরু করলেন। সেখানে আরো উপস্থিত ছিল রক্তকরবী,চন্ডালিকা ও মালিণী

১. রাজা ও রাণী

২. তাসের দেশ

৩. নটির পূজা

৪. বসন্ত

৫. কালের যাত্রা

৫. রুদ্রচন্ড

৬. বিসর্জন

৭. বাল্মীকির প্রতিভা

৮. অচলায়তন

৯. চিত্রাঙ্গদা ( নৃত্যনাট্য)

১০. অরূপরতন (অরূপবতী)

১১. শ্যামা (নৃত্যনাট্য)

১২. ডাকঘর

১৩. মুক্তধারা  মুক্তমনে)

১৪. তাপসী (তপসী)

১৫. রক্তকরবী

১৬. চন্ডালিকা

১৭. মালিণী

১৮. রাজা

কাব্যগ্রন্থ

পূরবী ভানুসিংহ ঠাকুরের কবিকাহিনী নিয়ে বনফুল ও গীতাঞ্জলী লিখেছে। কিন্তু পুনশ্চ এর কথা ও কাহিনী নবজাতক লেখকেরা তাদের জন্মদিনে সানাই বাজিয়ে বিচিত্র চৈত্রালিকে উৎসর্গ করলেন। শেষসপ্তাহের সন্ধ্যায় গীতালি ও সঞ্চয়িতা গীত গাইতে গাইতে ও গল্পসল্প করতে করতে ক্ষণিকের মধ্যে বলাকার বাড়িতে উপস্থিত হল। পরিশেষে শেষলেখায় বলতে চাই,মানসী ও শ্যামলী আরগ্য হয়ে মহুয়া মনে প্রভাত সংগীতে ও ছড়ায় খেয়া পুরষ্কার পেল

১. পূরবী

২. ভানুসিংহ ঠাকুরের পদাবলি

৩. কবিকাহিনী

৪. বনফুল

৫. গীতাঞ্জলী

৬. লেখন (লিখেছে)

৭. পুনশ্চ

৮. কথা ও কাহিনী

৯. নবজাতক

১০. জন্মদিনে

১১. সানাই

১২. বিচিত্রতা

১৩. চৈত্রালি

১৪. চিত্রা

১৫. উৎসর্গ

১৬. শেষসপ্তক

১৭. সন্ধ্যা সংগীত

১৮. গীতালি

১৯. সঞ্চয়িতা

২০. গীতবিতান

২১. গল্পসল্প

২২. ক্ষণিকা

২৩. বলাকা

২৪. পরিশেষ

২৫. শেষলেখা

২৬. মানসী

২৭. শ্যামলী

২৮. আরগ্য

২৯. মহুয়া

৩০. প্রভাত সংগীত

৩১. ছড়ার ছবি

৩২. খেয়া

প্রহসন

চিরকুমার সভার সভাপতি বৈকুন্ঠের আর শেষ রক্ষা হলো না

১. চিরকুমার সভা

২. বৈকুণ্ঠের খাতা

৩. শেষ রক্ষা

প্রেমের গল্প

পাত্রপাত্রী শেষ রাত্রের শেষ কথা বলার পর একই রাত্রিতে দৃষ্টিদান করে মাল্যদান করাল। সমাপ্তি মেয়েটি ল্যাবরেটরীকে নষ্টনীড় মনে করে পরে মধ্যম প্রায়শ্চিত্ত করল

১. পাত্র ও পাত্রী

২. শেষের রাত্রি

৩. শেষ কথা

৪. একরাত্রি

৫. দৃষ্টিদান

৬. মাল্যদান

৭. সমাপ্তি

৮. ল্যাবরেটরী

৮. নষ্টনীড়

৯. মধ্যবর্তনী (মধ্যম)

১০. প্রায়শ্চিত্ত

সামাজিক গল্প

পোস্টমাস্টার হৈমন্তি দিদিকে ছুটি দিতে চাইলেও দিদি কাবুলিওয়ালার দেনা-পাওনার পণরক্ষা করার জন্য নিজের কর্মফল ও ব্যবধান রক্ষার জন্য মেঘ ও রৌদ্রের সাথে মিলিত হন

১. পোস্টমাস্টার

২. হৈমন্তি

৩. ছুটি

৪. কাবুলিওয়ালা

৫. দেনা-পাওনা

৬. পণরক্ষা

৭. কর্মফল

৮. ব্যবধান

৯. মেঘ ও রৌদ্র

১০. দিদি

অতিপ্রাকৃত গল্প

মণিহার তার ক্ষুধিত পাষান হৃদয়ে নিশীতে গুপ্তধনের জন্য জীবিত ও মৃত কঙ্কালের খনন কাজ করল। কিন্তু শুভা একে অতিথি আপদ মনে করল

১. মণিহার

২. ক্ষুধিত পাষান

৩. নিশীতে

৪. গুপ্তধন

৫. জীবিত ও মৃত

৬. কঙ্কাল

৭. শুভা (প্রকৃতি ও মানব সম্পকিত গল্প)

৮. অতিথি (প্রকৃতি ও মানব সম্পকিত গল্প)

৯. আপদ (প্রকৃতি ও মানব সম্পকিত গল্প)

কবিতা

১৪০০ সালে আমাদের ছোট নদী আষাঢ় মাসে দুই বিঘা জমির ন্যায় জলে পূর্ণ ছিল। হিন্দুমেলার দোকানদার শাজাহানের নিরুদ্দেশ ও আত্মত্রাণ নির্জরেরর জন্য স্বপ্নভঙ্গ হয়ে রইল। তাহলে কি এই সবুজের অভিযান আমাদের কাজে প্রশ্ন হয়ে রইল?

১. ১৪০০ সাল

২. আমাদের ছোট নদী

৩. আষাঢ়

৪. দুই বিঘা জমি

৫. ন্যায়দন্ড

৬. জলছবি

৭. হিন্দুমেলার উপহার

৮. সাজাহান


৯. নিরুদ্দেশ যাত্রা

১০. আত্মত্রাণ

১১. নির্জরেরর স্বপ্নভঙ্গ

১২. সবুজের অভিযান

১৩. প্রশ্ন

প্রবন্ধ

আমার ছেলেবেলার জীবনস্মৃতি স্বদেশ থেকে বিশ্ব হয়ে কালান্তরে জাপান ও রাশিয়ার কাছে পৌঁছে গিয়েছেসভ্যতার সংকট হিসেবে বাংলা ভাষার শব্দতত্ত্ব ইউরোপ ও জাভাবাসীর কাছে পঞ্চভুতের মত মনে হল

১. আমার ছেলেবেলা

২. জীবনস্মৃতি

৩. স্বদেশ

৪. বিশ্বপরিচয় (বিশ্ব)

৫. কালান্তর

৬. জাপান যাত্রী

৭. রাশিয়ার চিঠি

৮. সভ্যতার সংকট

৯. বাংলা ভাষার পরিচয়

১০. শব্দতত্ত্ব

১১. য়ুরোপ প্রবাসীর পত্র

১২. জাভাযাত্রীর পথ

১৩. পঞ্চভুত (রম্য গল্প)

শরৎচন্দ্রের সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

উপন্যাস

পল্লী সমাজের বিরাজ বৌরা পরিণীত হবার সাথে সাথে দেনা -পাওনার জন্য চরিত্রহীন হয়। এর ফলে যে অবৈধ সন্তান জন্মগ্রহণ করে তা বড়দিদি,মেজদিদি,শুভদা ও বিপ্রদা মিলে নববিধান করে দত্তক নিয়ে এদের শেষের পরিচয় হতে নিষ্কৃতি চাইলেন। অবশ্য শ্রীকান্ত এসব অবৈধ সন্তানদের পথের দাবী মনে করে চন্দ্রনাথ মন্দিরে দেবদাসের কাছে নিয়ে গেলে তিনি শেষ প্রশ্ন হিসেবে গৃহদাহ ও বৈকুন্ঠের উইলের কথা উল্লেখ করলেন

১. পল্লী সমাজ

২. বিরাজ বৌ

৩. পরিনীতা

৪. দেনা-পাওনা

৫. চরিত্রহীন

৬. বড়দিদি

৭. মেজদিদি

৮. শুভদা

৯. বিপ্রদাস

১০. নববিধান

১১. দত্তা

১২. শেষের পরিচয়

১৩. নিষ্কৃতি

১৪. শ্রীকান্ত

১৫. পথের দাবী

১৬. চন্দ্রনাথ

১৭. দেবদাস

১৮. শেষপ্রশ্ন

১৯. গৃহদাহ

২০. বৈকুন্ঠের উইল

নাটক ও প্রবন্ধ

বিজয়ী ষোড়শী রমার নারীর মূল্য আছে কি?

১. বিজয়া (নাটক)

২. ষোড়শার (নাটক)

৩. রমা (নাটক)

৪. নারীর মূল্য (প্রবন্ধ)

গল্প

বিন্দুর ছেলে মহেশ কাশিনাথ মন্দিরে গিয়ে অভাগী অনুরাধার স্বামী রামের সুমতি চাইল হরে কৃষ্ণ বলে।

১. বিন্দুর ছেলে

২. মহেশ

৩. কাশিনাথ

৪. মন্দির

৫. অভাগীর স্বর্গ

৬. অনুরাধা

৭. স্বামী

৮. রামের সুমতি

৯. হরিলক্ষ্মী

১০. ছবি

১১. বিলাসী

সৈয়দ মুজতবা আলীর সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

উপন্যাস

তুলনাহীনা শবনম তুমি অবিশ্বাস্য কাজ করেছ

১. তুলনাহীনা

২. শবনম

৩. অবিশ্বাস্য

গ্রন্থ

ময়ূরকণ্ঠী টুনি মেম কত না অশ্রুজল জলে ডাঙ্গায়,শহরে বিসর্জন দিয়েছে তার ইয়ত্তা নেই। তা একমাত্র দেশে-বিদেশে চাচা কাহিনীর পাদটীকা হিসেবে পঞ্চতন্ত্র গঠিত হয়েছে

১. ময়ূর কণ্ঠী (ছোটগল্প)

২. টুনি মেম (ছোটগল্প)

৩. কত না অশ্রুজল

৪. জলে ডাঙ্গায়

৫. শহর ইয়ার

৬. দেশে -বিদেশে (ভ্রমণ কাহিনী)

৭. চাচা কাহিনী (ছোটগল্প)

৮. পাদটীকা

৯. পঞ্চতন্ত্র (ছোটগল্প)


গোলাম মোস্তফার সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

কাব্য

হাস্নাহেনা ও সাহারা খোশ মেজাজে বুলবুলিস্তানের বণি আদমের সাথে গীতি সঞ্চয়ন করতে গিয়েছিল। কিন্তু তারাই ছিল পাকিস্তানী। ফলে এই গীতি সঞ্চয়নের কাব্য কাহিনীতে রক্তরাগ ছাড়া অন্য কিছু ফুটে উঠেনি

১. হাস্নাহেনা

২. সাহারা

৩. খোশরোজ

৪. বুলবুলিস্তান

৫. বণি আদম

৬. গীতি সঞ্চয়ন

৭. তারানা-ঈ-পাকিস্তান (তারাই)

৮. কাব্য কাহিনী

৯. রক্তরাগ

গ্রন্থ

আমার চিন্তাধারায় কাজ করেছিল ইসলাম ও কমিউনিজম কিন্তু বিশ্বনবীর ছিল ইসলাম ও জিহাদ

১. আমার চিন্তাধারা

২. ইসলাম ও কমিউনিজম

৩. বিশ্বনবী

৪. ইসলাম ও জিহাদ

কবিতা

বনভোজন টাই ছিল জীবনের মতো তরুণের অভিযান

১. বনভোজন

২. জীবন বিনিময়

৩. তরুণের অভিযান

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

গ্রন্থ

একরাজা বেদান্তচন্দ্রিকা ও প্রবোধচন্দ্রিকাকে উপদেশ দিতে গিয়ে তার বত্রিশ সিংহাসনের সব হারালেন

১. রাজাবলী

২. বেদান্তচন্দ্রিকা

৩. প্রবোধচন্দ্রিকা

৪. হিতোপদেশ

৫. বত্রিশ সিংহাসন

যতীন্দ্রমোহন বাগচীর সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

কাব্যগ্রন্থ

মহাভারতীর চার মেয়ে হলো রেখা,লেখা,অপরাজিতা,নীহারিকা

১. মহাভারতী

২. রেখা

৩. লেখা

৪. অপরাজিতা

৫. নীহারিকা


রাজা রামমোহন রায়ের সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

গ্রন্থ

দুই বেদান্ত গৌড় অঞ্চলের ভট্টাচার্য ও গোস্বামীকে মেরে করেছে পথ্যদান

১. বেদান্তগ্রন্থ

২. বেদান্তসার (দুই বেদান্ত)

৩. গৌড়ীয় ব্যাকরণ

৪. ভট্টাচার্যের সহিত বিচার

৫. গোস্বামীর সহিত বিচারের রায়

৬. সহমরণ বিষয়ক প্রবর্তন ও নিবর্তকের সম্বাদ (মেরে)

৭. পথ্যদান

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

উপন্যাস

Rajmohon’s wife  দুর্গেশনন্দিনী আনন্দে বলে,

কৃষ্ণ আইল দেবীর কুন্ডে মৃণা রাজা ইন্দিরা

সীতার বিষেতে,রাধা চন্দ্রশেখর রজনীকা

১. Rajmohon’s wife (১ম উপন্যাস)

২. দুর্গেশনন্দিনী (বাংলায় রচিত ১ম উপন্যাস)

৩. আনন্দে  আনন্দমঠ

৪. কৃষ্ণ  ➨ কৃষ্ণকান্তের উইল (সর্বশেষ্ঠ উপন্যাস)

৫. দেবীর  ➨ দেবী চৌধুরাণী

৬. কুন্ডে  ➨ কপালকুন্ডলা (বাংলা সাহিত্যের ১ম রোমান্টিক উপন্যাস)

৭. মৃণা    মৃণালিনী

৮. রাজা  ➨ রাজসিংহ

৯. ইন্দিরা  ➨ ইন্দিরা

১০. সীতার  ➨ সীতারাম

১১. বিষ  ➨ বিষবৃক্ষ

১২. রাধা  ➨ রাধারানী

১৩. চন্দ্রশেখর    চন্দ্রশেখর

১৪. রজনীকা  ➨ রজনী

ত্রয়ী উপন্যাসমূহের নাম

"আনন্দে আছে সীতা দেবী"

১. আনন্দে    আনন্দমঠ

২. সীতা    সীতারাম

৩. দেবী    দেবী চৌধুরাণী

বৈষ্ণব পদাবলির ৫ জন কবির নাম

"বলে বিদ্যা চন্ডী,জ্ঞান গোবিন্দ রবি"

১. বলে    বলরাম

২. বিদ্যা  ➨ বিদ্যাপতি

৩. চন্ডী  ➨ চন্ডীদাস

৪. জ্ঞান  ➨ জ্ঞানদাস

৫. গোবিন্দ  ➨ গোবিন্দদাস

৬. রবি  ➨ রবীন্দ্রনাথ

দীনবন্ধু মিত্র র সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

নাটক ও প্রহসন

নবীন জামাই কমল সধবার একাদশীতে, লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখলে এক, বুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।’’

প্রহসন

১. বিয়ে পাগলা বুড়ো

২. সধবার একাদশী

নাটক

১. জামাই বারিক

২. লীলাবতী

৩. নবীন তপস্বিনী

৪. কমলে কাহিনী

৫. নীল দর্পণ

৬. নীল দর্পণ   ঢাকা থেকে প্রকাশিত ১মগ্রন্থ। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পন নাটকটিকে ইংরেজীতে অনুবাদ করেন ১৮৬১ সালে।

গিরিশচন্দ্র ঘোষের সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

ঐতিহাসিক ও পৌরণিক নাটক

ছত্রপতি শিবাজীর মী-সি-লে রাবন পান্ডবকে বধ করে অ -জানাবনবাসে সীতাকে হরণ করলেন

১. ছত্রপতি শিবাজী

২. মী ➨ মীরজাফর

৩. সি ➨ সিরাজদ্দৌলা

৪. লে ➨ লক্ষণ বধ

৫. রাবন বধ

৬. পান্ডব গৌরব

৭. অভিমন্যু বধ ও সীতা হরণ ➨ পৌরণিক

৮. জনা

দ্বিজেন্দ্রলাল রায়ের সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

নাটক

ক সি সাবনূর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাসের আনন্দের পতন ঘটে

১. ক ➨ কল্কি অবতার

২. সি ➨ সিংহল বিজয়

৩. সাবনুর ➨ বঙ্গনারী

৪. সা ➨ সাজাহান

৫. নূর ➨ নূরজাহান

৬. প্রায় ➨ প্রায়চিত্ত

৭. জন্ম ➨ পূনর্জন্ম

৮. প্রতাপ ➨ প্রতাপ সিংহ

৯. চন্দ্র ➨ চন্দ্রগুপ্ত

১০. দাস ➨ দূর্গাদাস

১১. আনন্দ ➨ আনন্দ বিদায়


ইসমাইল হোসেন সিরাজীর সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

উপন্যাস

রানুর ফিতা

১. রা ➨ রায় নন্দিনী

২. নুর ➨ নুর উদ্দিন

৩. ফি ➨ ফিরোজা বেগম

৪. তা ➨ তারাবাঈ

কাব্য ও মহাকাব্য

নব -উদ্দীপনা উচ্ছাসে অনল প্রবাহে তুরস্কে ভ্রমন করে স্পেন বিজয় করল

কাব্য

১. নবউদ্দীপনা

২. উচ্ছ্বাস

৩. অনল প্রবাহ

৪. ভ্রমণ কাহিনীঃ তুরস্ক ভ্রমন

মহাকাব্য

১. স্পেন বিজয়

নবীন চন্দ্র সেনের সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

কাব্য, গাঁথাকাব্য, ত্রয়ী মহাকাব্য

পলাশীর যুদ্ধ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের দুই সৈনিক রৈবতক আর প্রভাসযুদ্ধ না করে অবকাশ রঞ্জিনী পালন করছিল

১. পলাশীর যুদ্ধ  গাঁথাকাব্য

২. কুরুক্ষেত্র


৩. রৈবতক

৪. প্রভাস  ত্রয়ী মহাকাব্য

৫. অবকাশ রঞ্জিনী- কাব্য

মুনীর চৌধুরীর সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

মুখরা রমনীর শয়নকক্ষে রুপার কৌটায় রাখা দন্ড কারন্যের রক্তাক্ত প্রান্তরে কবরে শায়িত এক যোদ্ধার চিঠির বিষয়ে ঘরের কেউ কিছু বলতে পারেনা

অনুবাদ নাটক

১. মুখরা রমনী বশীকরন

২. রুপার কৌটা

৩. কেউ কিছু বলতে পারেনা

নাটক

১. রক্তাক্ত প্রান্তর

২. চিঠি

৩. দন্ডকারন্য

৪. কবর

জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

 সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল

উপন্যাস

১. জলপাই হাটি

২. সতীর্থ

৩. কল্যানী

৪. মাল্যদান

প্রবন্ধ

১. কবিতার কথা

কাব্য

এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কাল বেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডুলিপির ভেতর যত্ন করে রাখল

১. রুপসী বাংলা

২. বনলতা সেন

৩. ধূসর পান্ডুলিপি

৪. ঝরাপালক

৫. বেলা অবেলা কালবেলা

৬. সাতটি তারার তিমির

৭. মহা পৃথিবী

মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়

প্রহসন

ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল, এর উপায় কি?

১. ভাই ভাই এই তো চাই

২. একি

৩. এর উপায় কি

৪. ফাঁস কাগজ

নাটক

বেটা বসন্ত জমিদার

১. বে  বেহুলা গীতাভিনয়

২. টা  টালা অভিনয়

৩. বসন্ত  বসন্ত কুমারী

৪. জমিদার  জমিদার দর্পন

উপন্যাস

রত্নাবতী বিষাদ সিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজী মিয়ার বস্তানীতে রাখলেন

১. রত্নাবতী

২. উপন্যাস

৩. বিষাদসিন্ধু

৪. গাজীমিয়ার বস্তানী

৫. বাঁধা খাতা

৬. উদাসীন পথিকের মনের কথা


বিহারীলাল চক্রবর্তীর সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়


বিহারীলাল চক্রবর্তী পরিচিত

 ভোরের পাখি

 গীতিকবিতার জনক

 রবিঠাকুরের কাব্য গুরু

পত্রিকা

অবোধ বন্ধু বিহারীলাল সাহিত্য সংক্রান্তিতে পূর্নিমার হাত ধরে বসে আছে’’

১. অবোধ বন্ধু

২. সাহিত্য সংক্রান্তি

৩. পূর্নিমা

কাব্য

বঙ্গ সুন্দরী সারদার সংগীতের প্রতি নিসর্গ প্রেম তার স্বপ্ন ওমনে সাধের আসন গেড়ে বসেছে

১. বঙ্গ সুন্দরী

২. সারদা মঙ্গল

৩. সংগীত শতক

৪. নিসর্গ সন্দর্শন

৫. প্রেম প্রবাহিনী

৬. স্বপ্ন দর্শন

৭. সাধের আসন

Download কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায় Pdf-Ways To Remember The Literary Works Of Poets



File Details:-

File Name:- কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায় [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:-  2 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download





Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.