Dear Students,
Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। ই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ Pdf. নিচে প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Tribal Rebellion of Ancient India MCQ Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
সুতরাং, দেরি না করে এখনই প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ-Tribal Rebellion of Ancient India MCQ
1.কোলদের ঐতিহ্য বিরোধী ছিল -
a.নীল চাষ
b.চা চাষ
c.আফিম চাষ
d.ঝুম চাষ
উত্তর:- আফিম চাষ
2.দক্ষিণ -পশ্চিম সীমান্ত এজেন্সি
কোন্ বিদ্রোহের ফলে গঠিত হয়?
a.সাঁওতাল
b.চুয়াড়
c.মুন্ডা
d.কোল বিদ্রোহ
উত্তর:- কোল
বিদ্রোহ
3.কোল বিদ্রোহের সূচনা হয় -
a.১৮৩০-৩১ খ্রি:
b.১৮৩১-৩২ খ্রি:
c.১৮২৯-৩২ খ্রি:
d.১৮৩২-৩৪ খ্রি:
উত্তর:- ১৮৩১-৩২
খ্রি:
4. ‘দিকু’ কথাটির অর্থ হল -
a.স্বদেশি
b.ব্রিটিশ
c.বহিরাগত
d.কোনোটিই নয়
উত্তর:- বহিরাগত
5.দ্বিতীয় পর্বের চুয়াড়
বিদ্রোহ চলেছিল -
a.১০ বছর
b.১২ বছর
c.১৫ বছর
d.২০ বছর
উত্তর:- ১২ বছর
6.ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ
উপজাতি বিদ্রোহ ছিল -
a.কোল
b.মুন্ডা
c.সাঁওতাল
d.নীল বিদ্রোহ
উত্তর:- মুন্ডা
বিদ্রোহ
7.চুয়াড়রা মূলত বাস করত -
a.মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়
b.নদিয়া জেলার জঙ্গলমহলে
c.দিনাজপুর জেলায়
d.মালদহ জেলায়
উত্তর:- মেদিনীপুর
ও বাঁকুড়া জেলায়
8.প্রথম পর্বের চুয়াড় বিদ্রোহ
দমন করেন -
a.টমাস মেকলে
b.ক্যাপটেন টমাস
c.ক্যাপটেন এডওয়ার্ড
d.লেফটেন্যান্ট ফার্গুসন
উত্তর:- লেফটেন্যান্ট
ফার্গুসন
9.সাঁওতাল বিদ্রোহের সময় পাকুড়
জেলায় সাঁওতালদের নেতৃত্ব দেন -
a.সিধু
b.কানু
c.গোছ মাঝি
d.কালো প্রামানিক
উত্তর:- গোছ মাঝি
10.কৃষ্ণদেব রায় ছিলেন একজন -
a.জমিদার
b.মহাজন
c.রাজা
d.কৃষক
উত্তর:- জমিদার
11.মুন্ডা বিদ্রোহের একটি
গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল -
a.ভাগলপুর
b.পাটনা
c.সম্বলপুর
d.রাঁচি
উত্তর:- রাঁচি
12.রাণি শিরোমণি ছিলেন -
a.মহেন্দ্রগড়ের রানি
b.সুবর্ণগড়ের রানি
c.মেদিনীপুর জেলার রানি
d.নলহাটির রানি
উত্তর:- মেদিনীপুর
জেলার রানি
13.১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য
আইনকে ভাগ করা হয় -
a.দুটি স্তরে
b.তিনটি স্তরে
c.চারটি স্তরে
d.পাঁচটি স্তরে
উত্তর:- তিনটি
স্তরে
14.সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় -
a.১৮৫৫ খ্রি:
b.১৮৫৬ খ্রি:
c.১৮৫৭ খ্রি:
d.১৮৫৮ খ্রি:
উত্তর:- ১৮৫৫ খ্রি:
15.পাইকদের কাজ করার বিনিময়ে
চুয়াড়রা যে জমি ভোগ করত তাকে বলা হত -
a.পাইকান জমি
b.খাস জমি
c.তালুক জমি
d.নিলামি জমি
উত্তর:- পাইকান জমি
16.বিরসা মুন্ডা প্রথম জীবনে
ছিলেন -
a.কৃষক
b.শিক্ষক
c.সৈনিক
d.ধর্ম প্রচারক
উত্তর:- ধর্ম
প্রচারক
17.সাঁওতাল বিদ্রোহ ছিল একটি -
a.সিপাহী বিদ্রোহ
b.উপজাতি বিদ্রোহ
c.শ্রমিক বিদ্রোহ
d.কৃষক বিদ্রোহ
উত্তর:- উপজাতি
বিদ্রোহ
18.মুন্ডা বিদ্রোহের সূচনা হয় -
a.১৮৯৮ সালে
b.১৮৯৯ সালে
c.১৯০০ সালে
d.১৯০১ সালে
উত্তর:- ১৮৯৯ সালে
19.ব্রিটিশ শাসন প্রবর্তিত হওয়ার
আগে কোলরা ছিল -
a.মহাজনদের অধীন
b.স্বশাসিত
c.জমিদারদের অধীন
d.নীলকরদের অধীন
উত্তর:- স্বশাসিত
20.তিতুমিরের অনুগামীদের বলা হত -
a.হেদায়তি
b.ফরাজি
c.ওয়াহাবি
d.কোনোটিই নয়
উত্তর:- হেদায়তি
21.কোল বিদ্রোহ দমনে ব্রিটিশ
বাহিনীর নেতৃত্ব দেন -
a.লর্ড আউটরাম
b.ক্যাপটেন টমাস
c.ক্যাপটেন ফার্গুসন
d.ক্যাপটেন উইলকিনস
উত্তর:- ক্যাপটেন
উইলকিনস
22. ‘এই শয়তানদের হত্যা করলেই এই দেশ হবে আমাদের,জমির মালিক হবো আমরা’ কথাটি বলেছিলেন -
a.কানু
b.সিধু
c.বিরসা মুন্ডা
d.কেউই নয়
উত্তর:- বিরসা
মুন্ডা
23.কোন্ ব্রিটিশ সেনাপতি সাঁওতাল
বিদ্রোহ দমন করেন?
a.মেজর হল
b.মেজর বারোজ
c.মেজর মাকলাম
d.মেজর ফারগুসন
উত্তর:- মেজর বারোজ
24.ভিল বিদ্রোহের নেতা ছিলেন -
a.ভৈরব
b.শিউরাম
c.চিরাগ আলি
d.ডোমন মাঝি
উত্তর:- শিউরাম
25.ছোটোনাগপুর অঞ্চল সরাসরি
কোম্পানির শাসনাধীনে চলে আসে -
a.১৮১৮ খ্রি:
b.১৮১৯ খ্রি:
c.১৮২০ খ্রি:
d.১৮২৩ খ্রি:
উত্তর:- ১৮২০ খ্রি:
26.কোল বিদ্রোহ হয়েছিল -
a.পূর্ববঙ্গে
b.উত্তরবঙ্গে
c.ছোটোনাগপুর
d.ভাগলপুর
উত্তর:- ছোটোনাগপুর
27.ফরাজি আন্দোলনকে পুরোপুরি
রাজনৈতিক রূপ দিয়েছিল -
a.দুদু মিঞা
b.নোয়া মিঞা
c.করম শাহ
d.হাজি শরিয়ৎ উল্লাহ
উত্তর:- হাজি
শরিয়ৎ উল্লাহ
28. ‘হল্কা’ কথার অর্থ হল -
a.অঞ্চল
b.জেলা
c.গ্রাম
d.মহকুমা
উত্তর:- অঞ্চল
29.ভারতে নীলচাষ শুরু হয় -
a.১৭৬৮ খ্রি:
b.১৭৬৯ খ্রি:
c.১৭৭৭ খ্রি:
d.১৭৮০ খ্রি:
উত্তর:- ১৭৭৭ খ্রি:
30.ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের
প্রথম কৃষকবিদ্রোহ ছিল-
a.সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
b.রংপুর বিদ্রোহ
c.বারাসাত বিদ্রোহ
d.নীল বিদ্রোহ
উত্তর:- সন্ন্যাসী-ফকির
বিদ্রোহ
31.গোলাম মাসুম ছিলেন তিতুমিরের -
a.প্রধান গুপ্তচর
b.প্রধান পরামর্শদাতা
c.প্রধান সেনাপতি
d.প্রধানমন্ত্রী
উত্তর:- প্রধান
সেনাপতি
32.বাংলায় নীল চাষের প্রবর্তন
করে -
a.ফরাসি বণিকরা
b.ইংরেজ বণিকরা
c.পোর্তুগিজ বণিকরা
d.ওলন্দাজ বণিকরা
উত্তর:- ইংরেজ
বণিকরা
33.নীল বিদ্রোহের প্রথম শহিদ
ছিলেন -
a.কাদের মোল্লা
b.দিগম্বর বিশ্বাস
c.বিশ্বনাথ সর্দার
d.মহেশ বন্দ্যোপাধ্যায়
উত্তর:- বিশ্বনাথ
সর্দার
34.প্রাথমিক পর্বে ওয়াহাবি
আন্দোলনের সূচনা হয় -
a.আরবে
b.ইরাকে
c.ইরানে
d.ভারতবর্ষে
উত্তর:- আরবে
35.সন্ন্যাসী বিদ্রোহের সূচনা
হয়েছিল -
a.খুলনাতে
b.চট্টগ্রামে
c.ঢাকায়
d.বারাসাতে
উত্তর:- ঢাকায়
36. ‘The Santal Insurrection of 1855-57’ গ্রন্থটির লেখক হলেন -
a.যদুনাথ সরকার
b.কালীকিঙ্কর দত্ত
c.রমেশচন্দ্র দত্ত
d.রমেশচন্দ্র মজুমদার
উত্তর:- কালীকিঙ্কর
দত্ত
37.তিতুমিরের প্রধান উপদেষ্টা ছিল
-
a.গোলাম মাসুম
b.মৈনুদ্দিন
c.আজিজ
d.মিসকিন শাহ
উত্তর:- মিসকিন শাহ
38. ‘মুন্ডা’ কথার অর্থ হল-
a.শাসক
b.মোড়ল
c.শাসন
d.জমিদার
উত্তর:- মোড়ল
39. ‘The Blue Mutiny’ গ্রন্থের লেখক -
a.ব্লেয়ার কিং
b.জেমস লং
c.টনি ব্লেয়ার
d.মধুসূদন দত্ত
উত্তর:- ব্লেয়ার
কিং
40.পাবনার কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত
হয়েছিল -
a.১৭৬৩ খ্রি:
b.১৭৭৩ খ্রি:
c.১৭৬৮খ্রি:
d.১৮৭০ খ্রি:
উত্তর:- ১৮৭০ খ্রি:
41.রংপুরের ইজারাদার ছিলেন -
a.ভবানী পাঠক
b.দেবী সিংহ
c.মুশা শাহ
d.নুরুলউদ্দিন
উত্তর:- দেবী সিংহ
42.সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন
-
a.চুয়াড় বিদ্রোহ
b.নীল বিদ্রোহ
c.কোল বিদ্রোহ
d.সাঁওতাল বিদ্রোহ
উত্তর:- কোল
বিদ্রোহ
43.বিরসা মুন্ডার উপাস্য দেবতা
ছিল
a.বিষ্ণু
b.সূর্য
c.গণেশ
d.শিব
উত্তর:- সূর্য
44. ‘হেদায়তি’ নামে পরিচিত ছিল -
a.দেবী সিংহের অনুগামীরা
b.ভবানী পাঠকের অনুগামীরা
c.তিতুমিরের অনুগামীরা
d.মজনু শাহের অনুগামীরা
উত্তর:- তিতুমিরের
অনুগামীরা
45.ভারতের কোন্ বড়োলাট
সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নামকরণ করেন?
a.লর্ড রিপন
b.লর্ড বেন্টিঙ্ক
c.ওয়ারেন হেস্টিংস
d.লর্ড ওয়েলেসলি
উত্তর:- ওয়ারেন
হেস্টিংস
46.খুঁৎকাঠি প্রথা যে বিদ্রোহের
সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, তা হল-
a.পাবনা বিদ্রোহ
b.মুন্ডা বিদ্রোহ
c.কোল বিদ্রোহ
d.চুয়াড় বিদ্রোহ
উত্তর:- মুন্ডা
বিদ্রোহ
47.নীল বিদ্রোহের সময় বড়োলাট
ছিলেন -
a.লর্ড ক্যানিং
b.লর্ড বেন্টিঙ্ক
c.লর্ড রিপন
d.লর্ড ডালহৌসি
উত্তর:- লর্ড
ক্যানিং
48. ‘জমি আল্লাহর দান’ এই উক্তিটি হল -
a.হাজি শরিয়ৎ উল্লাহের
b.তিতুমিরের
c.দুদু মিঞার
d.নোয়া মিঞার
উত্তর:- হাজি
শরিয়ৎ উল্লাহের
49.বাংলার “বিশেডাকাত” নামে পরিচিত ছিল -
a.বিশ্বনাথ বিশ্বাস
b.বিশ্বনাথ সর্দার
c.বিশ্বনাথ দাস
d.বিশ্বনাথ মাঝি
উত্তর:- বিশ্বনাথ
সর্দার
50.পঞ্চম আইন পাস হয় -
a.১৮২৫ খ্রিস্টাব্দে
b.১৮৩০ খ্রিস্টাব্দে
c.১৮৩৫ খ্রিস্টাব্দে
d.১৮৪০ খ্রিস্টাব্দে
উত্তর:- ১৮৩০
খ্রিস্টাব্দে
Download প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ Pdf-Tribal Rebellion of Ancient India MCQ
File Details:-
File Name:- প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box