Some Important General Science GK: সাধারণ বিজ্ঞান জিকে প্রশ্নোত্তর

Some Important General Science GK

Some Important General Science GK
Some Important General Science GK 


General Science থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোওর

1. কোন ফার্ণ বায়োফার্টিলাইজার হিসেবে হয়– Azolla.
2. নীল জবাফুলের পাপড়িতে কী ধরণের কী প্লাস্টিড থাকে– ক্রোমোপ্লাস্টিড।
3. মৃত জীবের বয়স নির্ণয়ে কী পদ্ধতি ব্যবহার করা হয়– রেডিওকার্বনডেটিং।
4. পৃথিবীর ক্ষুদ্রতম ফুল কী– Wolffia.
5. একটি লাইসোজেনিক ভাইরাসের উদাহরণ কী– ল্যামডা ফাজ।
6. সবচেয়ে লম্বা উদ্ভিদ কোনটি– Eucalyptus ( 115 মিটার ).
7. স্তনগ্রন্থি কীসের রূপান্তর– সিবেসিয়াস গ্ল্যান্ড।
8. EDTA রক্ত তঞ্চন বিরোধী হিসাবে কোথায় ব্যবহৃত হয়– ব্লাড ব্যাঙ্কে।
9. ডিম ও মাংসের জন্য কোন মুরগি ব্যবহার করা হয়– সাসেক্স।
10. বাইপিনেরিয়া লার্ভা কোন প্রাণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়– তারামাছ।
11. শুধুমাত্র ক্ষারীয় প্রোটিন দিয়ে তৈরি অণুজীবকে কী বলে– Prions.
12.গ্যালাকটোজ বা, ফুক্টোজ মানবদেহের কোথায় গ্লুকোজে পরিণত হয়– লিভারে।
13. সাময়িকভাবে শ্বাসক্রিয়া বন্ধ হলে তাকে কী বলে– অ্যাপনিয়া।
14. পিটুইটারির অবক্ষয় ঘটলে তাকে কী রোগ বলে– Simmond's রোগ।
15. Charles Sherington কী কারণে বিখ্যাত– স্নায়ুশারীরবিজ্ঞানী।
16. 'অ্যান্টি - সিরামে' কী ধরণের সিরাম থাকে– অ্যান্টিবডি।
17. কোন শাকে ভিটামিন- A সর্বাধিক ধনে থাকে– ধনেপাতা।
18. 'ব্রুনারের গ্রন্থি' কোথায় থাকে– ক্ষুদ্রান্ত্রে।
19. কৃত্রিম বীজ প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী– Murashiges Skoog .
20. 'দ্বিনিষেক' ( Double Fertilisation ) প্রথম কে আবিষ্কার করেন– Nawaschin.
21. প্লরা কিসের আবরণ– ফুসফুসের।
22. কানের বায়ুচাপ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ– ইউস্টেচিয়ান নালী।
23. GnRH বা, গোনাডোট্রপিন রিলিজিং হর্মোন মস্তিষ্কের কোথা থেকে ক্ষরিত হয়– হাইপোথ্যালামাস।
24. পৃথিবীর একমাত্র বিষাক্ত গিরগিটির নাম কী– Horridum.
25. হর্মোন আবিষ্কৃত হয় কত সালে– 1905 সালে।
26. কোথায় রক্তের হেপারিন উৎপন্ন হয়– বিভিন্ন প্রকার WBC- র মধ্যে।
27. 'Biomembrane' কাকে বলে– কোশ পর্দাকে।
28. শিশুদের প্রোটিন অপুষ্টি জনিত রোগ কী– ম্যারাসমাস ও কোয়াশিওরকর।
29. কোন পাখির শীতঘুম দেখা যায়– Poor will.
30. ডিহাইড্রেশনের সময় দেই তরলের পরিমাণ শতকরা কত বিনষ্ট হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে– 20 % .
31. দেহের সবচেয়ে পাতলা ত্বক কোথায় থাকে– চোখের কনজাংটিভাতে।
32. স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন কী– পলিস্যাকারাইডের উদাহরণ।
33. কীভাবে পরিবেশের DDT মানবদেহে পৌছায়– Biomagnification'র মাধ্যমে।
34. ভিটামিন A র অভাবে কী ঘটতে পারে– জেরফথ্যালমিয়া।
35. গ্যাস্ট্রিন কী– পাকস্থলী মধ্যস্থ G কোশ থেকে ক্ষরিত একপ্রকার প্রেপটাইড হর্মোন।
36. সোয়ান কোশ কোথায় লক্ষ্য করা যায়– স্নায়ুকোশ বা, নিউরোনে।
37. কোন যুগকে স্তন্যপায়ীর যুগ বলে– সিনোজোয়িক।
38. বিখ্যাত 'বায়োজেনেটিক সূত্র' কোন বিজ্ঞানী প্রবর্তন করেন– হেকেল।
39. রাণী মৌমাছি কতদিন বাঁচে– 2/3 বছর।
40. কোশ-প্রাচীর গঠনে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান কোনটি– ক্যালসিয়াম।
41. অচেয়ে বেশি প্রোটিনযুক্ত ও রোগ প্রতিরোধী শৈবালের নাম কী– Spirulina.
42.যানবাহনের ধোঁয়ায় ক্ষতিকারক উপাদান কোনটি– সিসা।
43. জেট বিমানের দূষণে মূলত কী থাকে– ফ্লুরোকার্বন।
44. Shibpur Botanic Garden- এর বর্তমান নাম কী– আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেন।
45. শিশুদের কোন দাঁত থাকে না– পেষক ( Molar ).
46. DNA- এর দু'টি তন্ত্রীর দুরত্ব কত– 20A0.
47. মানবদেহের কঠিনতম অংশ কোনটি– দাঁতের এনামেল।
48. সবচেয়ে বড় পেশির নাম কী– গ্লুটিয়াস।
49. 'V' আকৃতির ক্রোমোজোমকে কী বলে– মেটাসেন্ট্রিক ক্রোমোজোম।
50. ফোরামেন ওভেল মানুষের কোন 1905 অংশের জন্মগত ত্রুটি-ছিদ্র– হৃৎপিণ্ডের অলিন্দ প্রাচীরের।

Some Important General Science GK

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.