General Knowledge Pdf In Bengali Set-1 || সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

General Knowledge Pdf In Bengali Set-1 || সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর: আজ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর PDFটি শেয়ার করছি, যেটিতে খুবই গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর রয়েছে। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর বিভিন্ন Competitive Exam যেমন- WBCS, PSC, ICDS, Police Constable, Fire Operators, Railway Group D, NTPC, Clerkship সহ অন্যান্য পরীক্ষা গুলির প্রস্তুতিতে বিশেষ সাহায্য করবে বিশেষভাবে। 

General Knowledge Pdf In Bengali Set-1 || সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

General Knowledge Pdf In Bengali Set-1 || সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর


1. "Gour" বিখ্যাত একটি ভারতীয় পশু, এটি কোন প্রজাতির?
Ansবন্য ষাঁড়
2. ক্লোরোফিল এর মধ্যে কোন ধাতব বর্তমান?
Ans ম্যাগনেসিয়াম
3. ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়?
Ans সুপ্রীমকোর্ট কে
4.  বিশ্ব পরিবেশ দিবস কবে?
Ans 5 জুন
5. সফেদ হাতি ছায়াছবির পরিচালক কে?
Ans তপন সিনহা
6. Tidal বনভূমিঅন্য কী নামে পরিচিত?
Ans ম্যানগ্রোভ বনভূমি
7. স্বামী বিবেকানন্দের ডাকনাম কী?
Ans নরেন্দ্র নাথ
8. "An Unknown Indian " বইটির লেখক কে?
Ans. Nirad C. Choudhari
9. মাইকেল মধুসূদন দত্তের ছদ্ম নাম কী?
Ans টিমোথি পেনপোয়েম
10.কোন খেলার জন্য 27 মিটার /15 মিটার মাঠ প্রয়োজন?
Ans.টেবিল টেনিস
11. বিজ্ঞানী আর্যভট্ট কোন রাজ বংশের সমসাময়িক?
Ans. গুপ্ত
12. বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
Ans.অ্যানিমোমিটার
13. রাষ্ট্রপতির দ্বারা রাজ্য সভায় কতজন মনোনীত হন?
Ans. 12 জন
14. শুশ্রূত কে ছিলেন?
Ans. একজন ডাক্তার
15. পশ্চিম বঙ্গের কোন জেলায় পান সবথেকে বেশি উৎপাদণ হয়?
Ans. মেদনীপুর


Download General Knowledge Pdf In Bengali Set-1


File Details:-

File Name:- সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.