PSC Clerkship Practice Set Free PDF || PSC Clerkship Bengali Practice Set Book || ক্লার্কশীপ প্র্যাকটিস সেট

PSC Clerkship Practice Set Free PDF || PSC Clerkship Bengali Practice Set Book || ক্লার্কশীপ প্র্যাকটিস সেট

PSC Clerkship Practice Set Free PDF || PSC Clerkship Bengali Practice Set Book || ক্লার্কশীপ প্র্যাকটিস সেট 
GK প্রশ্ন উত্তর   || GK Question Answer PDF Download || GK প্রশ্ন উত্তর  || For Rail, PSC, SSC, Defence Exam  || Free General Knowledge Pdf Download

ক্লার্কশীপ প্র্যাকটিস সেট || PSC Clerkship PDF Download || GK প্রশ্ন উত্তর
SET - 2
|| PDF Download || প্রশ্ন উত্তর


Today www.gksolves.com PSC Clerkship Practice Set Free PDF . Candidates are requested to download this from the below link.


কিছু নমুনা নিম্নে আলোচনা করা হলো সম্পূর্ণ টি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন :-

1.    ভগবত চতুষ্পাঠীর প্রতিষ্ঠাতা কে?= সতীশ চন্দ্র মুখোপাধ্যায়।
2.    ভবানী মন্দির গ্রন্থটির লেখক কে?= অরবিন্দ ঘোষ।
3.    ভাইমার প্রজাতন্ত্র কে প্রতিষ্ঠা করেন?=ফ্রেডারিক ইল্‌বার্ট।
4.    ভাইমার প্রজাতন্ত্রের অবসান কে ঘটায়?=অ্যাডলফ হিটলার।
5.    ভাইমার প্রজাতন্ত্রের নেতা কে ছিলেন?= ফ্রেডারিখ ইবার্ট।
6.    ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে?=ফ্রেডারিখ ইবার্ট।
7.    ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি?=ফ্রেডারিখ ইবার্ট।
8.    ভারত কোন্‌ পথে গ্রন্থের লেখক কে?= জহরলাল নেহেরু।
9.    ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?=১৯৪২খ্রিঃ।
10. ভারত ছাড়ো প্রস্তাবটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?= বোম্বাই অধিবেশনে।
11. ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?= ১৯৩৫ খ্রিঃ।
12. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?=সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
13. ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?= উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
14. ভারতীয় কোন বিপ্লবী লন্ডনে কার্জন উইলকে হত্যা করেন?=মদনলাল ধিংড়া।
15. ভারতীয় গণপরিষদে ত্রিপুরার প্রতিনিধি কে ছিলেন?=গিরিজা শঙ্কর গুহ।
16. ভারতীয় গণপরিষদের প্রতীক চিহ্ন কী?= জাতীয় পতাকা।
17. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কালে ভারতের বড়লাট কে ছিলেন?= লর্ড ডাফ্‌রিন।
18. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম লেখো?= অ্যানি বেসান্ত।
19. ভারতীয় প্রাচীন সাহিত্যে আর্যরা মঙ্গোলীয়দের (গোষ্ঠীভুক্তদের) কী নামে আখ্যায়িত করেন?=কিরাত।
20. ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি?= লোকসভা
21. ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন?=কেশবচন্দ্র সেন।
22. ভারতীয় বিপ্লববাদের জননী কে?=মাদাম কামা।
23. ভারতীয় যুক্তরাষ্ট্রীয় আদালত কোঁন্‌টি?= সুপ্রিমকোর্ট।
24. ভারতীয় রাষ্ট্র ঐক্যের স্বরূপ কোন্‌ সঙ্গীত?= জনগণ মনঃ।
25. ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়?= ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি।
26. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?= ড.বি.আর.আম্বেদকর।
27. ভারতীয় সংবিধানের জনক কে ছিলেন?= ড.বি.আর.আম্বেদকর।
28. ভারতীয় সংবিধানের রূপকার কে?= ড. বি. আর আম্বেদকর।
29. ভারতীয় সংসদ বা পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী?= রাজ্যসভা।
30. ভারতীয় সংসদের নিম্ন কক্ষের নাম কী?= লোকসভা।
31. ভারতীয় স্বাধীনতা আইন কবে চালু হয়?=১৯৪৭খ্রিঃ।
32. ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন?= রায়বেরিলির সৈয়দ আহমদ খান।
33. ভারতে কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়?= ১৯৩০ খ্রিঃ।
34. ভারতে কে প্রথম দ্বিজাতিতত্ত্বের প্রবর্তন করেছিলেন?= স্যার সৈয়দ আহমদ খান।
35. ভারতে কোথায়, কার নেতৃত্বে প্রথম কমিউনিস্ট পার্টি গঠন হয়?=
36. ভারতে দ্বিজাতিতত্ত্বের প্রবর্তক কে?= স্যার সৈয়দ আহমদ খান।
37. ভারতে প্রথম কত খ্রিষ্টাব্দে মে দিবস পালন করা হয়?=১৯২৭ খ্রিঃ।
38. ভারতে প্রথম কে দ্বিজাতিতত্ত্ব প্রচার করেন?= স্যার সৈয়দ আহমদ খান।
39. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?=ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
40. ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিষ্টাব্দে গঠিত হয়?= ১৮৮৫ খ্রিঃ।
41. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম জনগণ গানটি গাওয়া হয়?= ১৯২০খ্রিঃ কলকাতার বিশেষ অধিবেশনে।
42. ভারতের জাতীয় কংগ্রেসের কোলকাতা অধিবেশনে কে জনগণ মন অধিনায়ক গানটি প্রথম গেয়েছিলেন?=রবীন্দ্রনাথ ঠাকুর।
43. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?= উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
44. ভারতের জাতীয় প্র্রতীক কোনটি?= অশোকচক্র।
45. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন?= রবীন্দ্রনাথ ঠাকুর।
46. ভারতের প্রজাতন্ত্র দিবস প্রথম কবে অনুষ্ঠিত হয়?= ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি।
47. ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়?= রাজা রামমোহন রায় কে।
48. ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী?= সর্দার বল্লভভাই প্যাটেল।
49. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন?= সুকুমার সেন।
50. ভারতের প্রথম প্রধান মন্ত্রী কে ছিলেন?=জহরলাল নেহেরু
51. ভারতের প্রথম ভাইসরয় কে?= লর্ড ক্যানিং।
52. ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কে?=কাদম্বিনী গাঙ্গুলি।
53. ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন?=
54. ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?= ড. রাজেন্দ্রপ্রসাদ।
55. ভারতের প্রথম শ্রমিক সংঘ কোনটি?=মাদ্রাজ শ্রমিক সংগঠন।
56. ভারতের প্রথম শিক্ষা কমিশন কোন্‌টি?= হান্টার কমিশন।
57. ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হয়?= রাষ্ট্রপতি।
58. ভারতের পার্ল্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি?= লোকসভা।
59. ভারতের পার্লামেন্ট উচ্চ কক্ষে কে সভাপতিত্ব করেন?= উপরাষ্ট্রপতি।
60. ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কী?= রাজ্যসভা।
61. ভারতের বর্তমান সুপ্রিমকোর্ট এর প্রধান বিচারপতি কে?=আল্টামাস কবির।
62. ভারতের বিদেশনীতি কি নামে পরিচিত?= জোটনিরপেক্ষ নীতি।
63. ভারতের বিপ্লব বাদের জনক কাকে বলা হয়?= বাসুদেব বলবন্ত ফাদকে।
64. ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়?= মাদাম কামা।
65. ভারতের বিস্‌মার্ক কাকে বলা হয়?= সর্দার ভ্লল্ব ভাই পেটেল।
66. ভারতের মুকুট হীন রাজা কাকে বলা হয়?=
67. ভারতের মহান বৃদ্ধ নামে কে পরিচিত?= দাদাভাই নৌরজী।
68. ভারতের মহান বৃদ্ধ(grand old man) নামে কে পরিচিত?= দাদাভাই নৌরজি।
69. ভারতের রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থীর নুন্যতম বয়স কত হওয়া আবশ্যক?= ৩৫ বছর।
70. ভারতের শ্রমিক শ্রেণির প্রথম সর্বভারতীয় সংগঠনের নাম কি?=নিখিল ভারত শ্রমিক ইউনিয়ন।(AITUC)
71. ভারতের শিক্ষা ব্যবস্থার মহাসনদ বলতে কী বোঝ।= উডের ডেসপ্যাচ।
72. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?=চক্রবর্তী রাজাগপালাচারি ।
73. ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?=লর্ড মাউন্ট ব্যাটেন।
74. ভারতের শেষ ভাইসরয় কে?= লর্ড মাউন্টব্যাটেন।
75. ভারতের সংগ্রামী জাতীয়তাবাদের জনক কে?=বাসুদেব বলবন্ত ফাদকে।
76. ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?= ১৯৫০ সালের ২৬ শে নভেম্বর।
77. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?=১৯৪৯ সালের ২৬ নভেম্বর।
78. ভারতের সংবিধানের জনক কাকে বলে?=
79. ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়?= ১৯৪৭ খ্রি ১৮ জুলাই।
80. ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?= এটলি।
81. ভারতের সর্বোচ্চ আদালত কোনটি?=সুপ্রিম কোর্ট।
82. ভারতের সস্বাধীনতা আইন কবে পাশ হয়?= ১৯৪৭ খ্রিঃ।



83. ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়?=১৯১৯ খ্রিঃ।






POLICE , RAIL , GROUP-D , WBCS , PSC , NTPC , RRB etc. exam special.




PDF FILE DETAILS

FILE NAME:   ক্লার্কশীপ প্র্যাকটিস সেট   (www.gksolves.com)
FILE SIZE :  5  MB
Quality : High
Format : Pdf
File Location : Google Drive




Download Link         : Click Here to Download




Direct Download       : Click Here to Download



  • Gksolves.com not own this book / PDF  neither created nor scanned. We just providing the link already available on internet. Pdf files Link on this Post/Page/website are neither created nor uploaded by us, If any way it violates the law or has any issues then kindly Contact Us.

[বন্ধুদের শেয়ার করুন]



More Books


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.