Gksolves.com
general science 50+.SAQ
সাধারন বিজ্ঞান ৫০+ SAQ
সাধারন বিজ্ঞান ৫০+ SAQ
For Rail,Police,Psc etc.
1. মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় — ফিতাকৃমির।
2. ইলেক্ট্রনিক টেলিফোন এক্সচেঞ্জ কবে প্রথম আবিষ্কৃত হয় ১৯৬০ সালে।
3. উপগ্রহের মাধ্যমে প্রথম টেলি পরিষেবা চালু হয় কবে –১৯৬২ সালে।
4. ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন স্যাটেলাইট (INTELSAT) কনসর্টিয়ান কবে প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
5. মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগাে শহরে প্রথম। কবে সেলুলার ফোন প্রদর্শিত হয় ১৯৭৭ সালে।
6. টেলি পরিষেবায় প্রথম কবে অপটিক্যাল ফাইবাব্বেব্যবহার শুরু হয় ১৯৭৫ সালে।
7. কোন বিজ্ঞানী লেসার আবিষ্কার করেন– টি.এইচ. স্যায়মান।
8. কবে প্রথম ১,০০০’রও বেশি সক্রিয় কম্পিউটার নেটওয়ার্ককে ইন্টারনেটের মাধ্যমে সংযােগ করা হয় – ১৯৯০ সালে।
9. মােবাইল টেলিফোন পরিষেবা প্রথম কবে উপগ্রত্নে সাহায্যে চালু হয়—১৯৯৮ সালে।
10. ফাইবার অপটিক টেলিফোন কেবল ‘TAT-8′ প্রথম কবে আটলান্টিক মহাসাগরে প্রতিস্থাপিত হয় ১৯৮৮ সালে।
11. জন আর. পিয়ার্সের লেখা অর্বিটাল রেডিও রিলেসপ্রবন্ধটি কবে প্রকাশিত হয়।—১৯৫৫ সালে।
12.INMARSAT কবে তৈরি হয়—১৯৭৯ সালে।
13. DELTA’ সাফল্য পায় কবে –১৯৬০ সালে।
14. TELSTAR’, রিলে ও ‘SYNCON কর্মসূচির শুভ আরম্ভ হয় কবে –১৯৬১ সালে।
15, মার্কিন যুক্তরাষ্ট্রে কবে প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট অ্যাক্টচালু হয়– ১৯৬২ সালে।
16.COMSATSEARLYBIRD’ যােগাযােগ ব্যবস্থায় প্রথম বাণিজ্যিক উপগ্রহ কবে চালু হয় ১৯৬৫ সালে।
17.প্রথম কবে INTELSAT-Ill’ বিশ্বজুড়ে কাজ শুরু করে ১৯৬৯ সালে।
18.প্রথম ঘরােয়া যােগাযােগব্যবস্থায় উপগ্রহ ANIK’ কোন দেশ চালু করে – কানাডা (১৯৭২ সালে)।
19. কোন গ্যাস কে ‘ অ্যাসিড ´উৎপাদক ‘ বলা হয় – অক্সিজেন।
20. পটাশিয়াম ক্লোরেট কে গরম করলে কোন গ্যাস বের হয় – অক্সিজেন।
21. তেঁতুলে কোন অ্যাসিড থাকে – টারটারিক অ্যাসিড।
22. ক্ষার দ্রবনে মিথাইল অরেঞ্জ কী রঙ ধারন করে – হলুদ।
23. কোন কনা ইলেক্ট্রন গ্রহন করলে তা আয়নে পরিনত হবে – অ্যানায়ন।
24. গিজার মুলার কাউন্টার যন্ত্রের সাহয্যে কী মাপা হয় – আয়নীয় বিকিরণ।
25. হসমানাইট কোন মৌলের আকরিক – ম্যাঙ্গানিজ।
26. কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুতে পাওয়া যায় – রেডন।
27. সালফিউরাস অ্যাসিডের লবন কে কি বলা হয় – সালফাইট।
28. সূর্যের মধ্যে শক্তির উৎস কি – নিউক্লিয়ার ফিউশন।
29. মার্কিন যুক্তরাষ্ট্র কবে WESTERচালু করে ১৯৭৪ সালে।
30. ‘INTELSAT-IVA’ও RCA SATCOM কবে চালু হয় – ১৯৭৫ সালে।
31.তৃতীয় বিশ্বের দেশ হিসাবে ইন্দোনেশিয়া। কবে মহাকাশে ঘরােয়া যােগাযােগকারী। উপগ্রহPALAPA’পাঠায় – ১৯৭৬ সালে।
32. উপগ্রহ যােগাযােগব্যবস্থার পরীক্ষামূলক লাইসেন্স নিয়ে কবে প্রথম চিন্তাভাবনা শুরু হয় ১৯৬০ সালে।
33. আর্থার সি. ক্লার্ক এর প্রবন্ধ এক্সট্রা। টেরেস্ট্রিয়াল রিলেসকবে প্রকাশিত হয় — ১৯৪৫ সালে।
34. প্রথম সঞ্চারণকারী যােগাযােগ উপগ্রহ। কোনটি – MARISAT’.
35. শরীরে শিরা ও ধমনী যে আলাদা তা প্রথম কে জানান – গ্রিক চিকিৎসক প্রারক্সাগােরাস (৪৫০ খ্রিস্টপূর্বাব্দে)।
36. মানুষের শরীরেরক্ত সঞ্চালন বিষয়ে প্রথম গবেষণা কোথায় হয় – রােমে (১৪৯২ সালে)।
37. শরীরে রক্ত কীভাবে বইছে তার প্রথম ব্যাখ্যা কে দেন – বিজ্ঞানী উইলিয়াম হার্ভে (১৬২৮ সালে)।
38. জীবজন্তুর দেহে রক্ত সঞ্চালন নিয়ে গবেষণা শুরু হয় কবে – ১৬৬৫ সালে।
39. যন্ত্রের মাধ্যমে সুস্থ মানুষের দেহ থেকে রােগীর শরীরে রক্ত সঞ্চালন করার প্রক্রিয়া প্রথম কবে শুরু হয় – ১৮১৮ সালে।
4০. যে কোনাে মানুষের রক্ত রােগীকে দেওয়া। যে নিরাপদ নয় তা প্রথম কবে জানা যায় — ১৮৭৫ সালে।
41. রক্তচাপ মাপার মেশিন কবে আবিষ্কৃত হয় ১৮৯৬ সালে।
42, কত সালে রক্তের A, B, O গ্রুপ চিহ্নিত হয় – ১৯০১ সালে।
43. রক্তে সিফিলিসের জীবাণু ধরা পড়ে কবে -১৯১০ সালে।
44. রক্তে ম্যালেরিয়ার জীবাণু চিহ্নিত হয় কবে –১৯১৬ সালে।
45. শ্বেত রক্তকণিকা আবিষ্কৃত হয় কবে – ১৯২২ সালে।
46. বিশ্বে প্রথম ব্লাড ব্যাঙ্ক তৈরি হয় কবে— ১৯৩৬ সালে।
47.হার্ট-লাং মেশিনের সাহায্যেরক্তের কৃত্রিম সঞ্চালন প্রক্রিয়া প্রথম কবে হয় — ১৯৫৩ সালে।
4৪. বিশ্বের তৃতীয় ব্লাড ব্যাঙ্ক কোথায় তৈরি। হয় কলকাতায় (১৯৩৯ সালে)।
49. সর্বপ্রথম কৃত্রিম রক্তে রােগীর শল্যচিকিৎসা হয় কবে – ১৯৯৫ সালে (হার্টের শল্যচিকিৎসায় এই রক্তের মাধ্যমে। রােগীর মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণকে। বাড়ানাে হয়)।
50. রেণুস্থলী প্রাচীরের স্কুল প্রাচীরযুক্ত কোশীয় অংশের নাম কী – অ্যানুলাস।
general science 50+.SAQ
Gksolves.com
Please do not share any spam link in the comment box