অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


এনভায়রনমেন্টাল স্টাডিজ SAQ | Environmental Studies SAQ

এনভায়রনমেন্টাল স্টাডিজ SAQ | Environmental Studies SAQ: আজ পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর PDF টি দিচ্ছি, যেটিতে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি রয়েছে। প্রাইমারি টেট, CTET এবং আপার প্রাইমারী টেট সহ বিভিন্ন পরীক্ষাতে পরিবেশ থেকে প্রশ্ন আসে। সুতরাং এই পিডিএফটি সংগ্রহ করে পড়তে থাকুন যখন খুশি।


এনভায়রনমেন্টাল স্টাডিজ SAQ | Environmental Studies SAQ


এনভায়রনমেন্টাল স্টাডিজ SAQ | Environmental Studies SAQ


১।পশ্চিমবঙ্গের কোথায় উলফ্ৰাম খনিজ পদার্থ পাওয়া যায় – বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে।
২।পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের। পরিমাণ কত – ১৭৫. সেন্টিমিটার।
৩। নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে – টোডা।
৪। গর্জনকোন শ্রেণির বৃক্ষ – পাতাঝরা বা, পর্ণমােচী বৃক্ষ।
৫।তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি সিকিম রাজ্যে আছে— নাথুলা।
৬। রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা হয় – ধান্দ।
৭।তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে-কর্ণাটকে।
৮।ক্ৰান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই – হিমাচল প্রদেশে।
৯। নােয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে – তামিলনাড়ু।
১০। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি – কোদাইকানাল।
১১। ভারতের কোথায় সােনা ও হিরের খনি আছে – পান্না ও কোলার।
১২। ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে – পূর্ব উপকূলে।
১৩। পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত – মালদহ।
১৪। কলকাতা শহর কত দ্রাঘিমায় অবস্থিত।– ৮৮/, পূর্ব।
১৫। সুবর্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী – ব্ৰহ্মপুত্ৰ।
১৬।আত্ৰেয়ী বা, আত্রাই নদীর তীরে আছে। কোন শহর – বালুরঘাট।
১৭। গােরগারু কোন পাহাড়ের শৃঙ্গ – অযােধ্যা।
১৮। হর মন্দির কে প্রতিষ্ঠা করেন—গুরু অর্জন।
১৯। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত – চতুর্থ।
২০। বিহারীনাথ পাহাড় আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় – বাঁকুড়া।
২১। ল্যান্ড অফ হােয়াইট অর্কিড কাকে বলে – কার্শিয়াং।
২২।পাণ্ডুয়ার আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় – মালদহ।
২৪। তাের্সা নদীর উৎপত্তি কোথায় – চুম্বি উপত্যকা।
২৫। পূর্বঘাট পর্বত কোন ধরণের পর্বত – ফয়জাত।
২৬। হুভু জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট – সুবর্ণরেখা।
২৭। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালার অংশ – কারাকোরাম।
২৮। রাজস্থানের মরুস্থলীতে চলন্ত বালিয়াড়িকে কী বলে – থ্রিয়ান।
২৯। ভারত ও ভূটানের সীমান্ত শহরের নাম কী – ফুন্টশলিং।
৩০। নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে – মহাকাল ।
৩১। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী – ধূপগড়।
৩২। কোলার হ্রদ কোন দুটি নদীর সংযােগ স্থলে আছে – কৃষা ও গােদাবরী।
৩৩। ভেম্বানাদ উপহ্রদ আছে কোন উপকূলে ।– মালাবার।
৩৪। গঙ্গার ডান তীরের উপনদী কোনটি— শোন।
৩৫। পাংগাং হ্রদ আছে কোথায় – লাদাখ ।
৩৬। জাতীয় বননীতি কত সালে গৃহীত হয় – ১৯৫২ সালে।

Download এনভায়রনমেন্টাল স্টাডিজ SAQ | Environmental Studies SAQ


File Details:-

File Name:- এনভায়রনমেন্টাল স্টাডিজ SAQ [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.