Bhugol Chapterwise and Practice Set | ভূগোল প্রশ্ন উত্তর PDF

Bhugol Chapterwise and Practice Set | ভূগোল প্রশ্ন উত্তর PDF

Bhugol Chapterwise and Practice Set | ভূগোল প্রশ্ন উত্তর PDF



প্রশ্নঃ সপ্ত পাহাড়ের নগর কাকে ?
উত্তরঃ রোমকে।

প্রশ্নঃ দেশান্তর রাখা কাকে বলা হয় 
উত্তরঃ দ্রাঘিমা রেখা কে।

প্রশ্নঃ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার কোনটি ? 
উত্তরঃ শিলিগুড়ি।

প্রশ্নঃ নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ গোদাবরী।

প্রশ্নঃ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?
উত্তরঃ লাক্ষাদ্বীপ।

প্রশ্নঃ লাল গ্রহ কোন গ্রহের উপনাম ? 
উত্তরঃ মঙ্গল গ্রহের।

প্রশ্নঃ কাবেরী নদীর বিখ্যাত জলপ্রপাতের নাম কি ?
উত্তরঃ শিবসমুদ্রম।

প্রশ্নঃ "বাংলার দুঃখ " কাকে বলা হয় ?
উত্তরঃ দামোদর নদী কে।

প্রশ্নঃ ভারতে লোক গণনা প্রথম কত সালে শুরু হয় ?
উত্তরঃ ১৮৭১ সালে।

প্রশ্নঃ  ভারতের বৃহত্তম তৈল খনির নাম কি ?
উত্তরঃ বোম্বে হাই।

প্রশ্নঃ ঘানার রাজধানীর নাম কি ? 
উত্তরঃ আক্রা।

প্রশ্নঃ রোমানিয়ার রাজধানীর নাম কি ?
উত্তরঃ বুচারেস্ট (Bucharest )

প্রশ্নঃ পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখার নাম কি?
উত্তরঃ ডুরান্ড লাইন।

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি?
উত্তরঃ আলফা সেন্টাউরি।

প্রশ্নঃ নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত?
উত্তরঃ কানাডা।

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে নদীদ্বীপ কোনটি?
উত্তরঃ মাজুলি দ্বীপ।

প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে সমুদ্র সেতু কোন দেশে অবস্থিত? 
উত্তরঃ চীনে।

প্রশ্নঃ ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি?
উত্তরঃহীরাকুঁদ।

প্রশ্নঃ  ভারতের কোন শহর কে "রোম" নাম অভিহিত কর হয়? 
উত্তরঃ দিল্লি।

প্রশ্নঃ "মাইথন বাধঁ" কোন নদীর উপরঅবস্থিত?
উত্তরঃ বারাকর

প্রশ্নঃ "নোয়ামুন্ডি" কি জন্য বিখ্যাত?
উত্তরঃ আকরিক-লোহার জন্য।

প্রশ্নঃ ম্যাপল বৃক্ষের দেশ কাকে বলা হয়? 
উত্তরঃ কানাডা কে।

প্রশ্নঃ ঘানার রাজধানীর নাম কি?
উত্তরঃ আক্রা।

প্রশ্নঃ আমাজন নদীর উৎপত্তি কথা থেকে হয়?
উত্তরঃ আন্দিজ পর্বত থেকে।

প্রশ্নঃ "ভারতের খনিজ ভান্ডার" কাকে বলা হয়?
উত্তরঃ ছোটনাগপুর মালভূমিকে।

প্রশ্নঃ বিশ্বের কোন দেশে বেশি রুপো পাওয়া যায়?
উত্তরঃ মেক্সিকো।

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়?
উত্তরঃ উত্তর প্রদেশ।

প্রশ্নঃ এশিয়ার বৃহত্তম নদীর নাম কি?
উত্তরঃ ইয়াং-সি-কিয়াং।

প্রশ্নঃ এশিয়ার গভীরতম হ্রদের নাম কি?
উত্তরঃ বৈকাল হ্রদ।

প্রশ্নঃ গঙ্গা নদীর দৈর্ঘ কত?
উত্তরঃ ২৫১০ কিমি



Download Bhugol Chapterwise and Practice Set


File Details:-

File Name:- Bhugol Chapterwise and Practice Set [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not share any spam link in the comment box