১০০ + ভূগোলের SAQ প্রশ্ন-উত্তর || 100 + Geography SAQ in Bengali

১০০ + ভূগোলের SAQ প্রশ্ন-উত্তর || 100 + Geography SAQ in Bengali

১০০ + ভূগোলের SAQ প্রশ্ন-উত্তর || 100 + Geography SAQ in Bengali
Geography 100 + SAQ In Bengali For Railway NTPC, Bank, Rail, Food, Psc, Police, Wbcs, Deled And Others Competetive Exams.
www.gksolves.com 


১০০ + ভূগোলের SAQ প্রশ্ন-উত্তর || 100 + Geography SAQ in Bengali


1. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ) আয়নো স্তর থেকে।
2. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও।
উঃ) ধানের খড়।
3. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?
উঃ) 1:2,50,000
4. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখ।
উঃ) পেরাম্বুর।
5. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?
উঃ) হিমরেখা।
6. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখ।
উঃ) হিমাচল প্রদেশ।
7. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?
উঃ) লোয়েস।
8. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?
উঃ) নাইট্রোজেন।
9. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ) সিয়াচেন।
10. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?
উঃ) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে।
11. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উঃ) স্তূপ পর্বত।
12. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উঃ) মরু মাটিতে।
13. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?
উঃ) গম।
14. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?
উঃ) উত্তর ভারতে।
15. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?
উঃ) পশ্চিমবঙ্গে।
16. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
উঃ) পর্যায়ন।
ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয় ?
উঃ) ঘন লাল (Dark Red)।
18. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উঃ) পলিমৃত্তিকা।
19. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ) আনাইমুদি।
20. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?
উঃ) মন্থকূপ।
21. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে ?
উঃ) 1911 সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিঃমিঃ গতিপথে।
22. ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী ?
উঃ) Air India Ltd. যা গঠিত হয় – 1953 সালে।
23. ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে ?
উঃ) 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে।
24. ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে ?
উঃ) 1854 সালে বোম্বাইয়ে, Bombay Spinning and Weaving Com. Ltd এর প্রচেষ্টায়।
25.Inland Waterways Authority of India কবে গঠিত হয় ?
উঃ) 1986 সালের 27 সে অক্টোবর।
Gksolves.com 
26. গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প ‘নমামী গঙ্গে’ কবে অনুমোদিত হয় ?
উঃ) 2015 সালের 13 ই মে।
27. কোন পরিকল্পনায় ভারতীয় সড়কপথকে চার ভাগে ভাগ করা হয় ?
উঃ) 1943 সালে নাগপুর পরিকল্পনায়।
28. ভারতে পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি ?
উঃ) Family Planning Association Of।ndia, এর জন্ম – 1949 সালে বোম্বাইয়ে।
29. ভারতীয় জনগণা পদ্ধতিতে ‘Dejure’ পদ্ধতি কবে গ্রহণ করা হয় ?
উঃ) 1941 সালের আদমশুমারিতে।
30. ভারতের আধুনিক আদমশুমারির জনক কে ?
উঃ) ডব্লু. ডব্লু. হান্টার।
31. ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনক কে ?
উঃ) ডক্টর মনমোহন সিং।
32. ভারতে National Horticulture Mission চালু হয় কবে ?
উঃ) 2005-06 সালে।
33. ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উত্পাদন কেন্দ্রের নাম কী ?
উঃ) নলধারী।
34. ‘তিন বিঘা করিডর’ কোথায় অবস্থিত ?
উঃ) ভারত-বাংলাদেশ সীমান্তে।
35. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কী ?
উঃ) হিমাচল প্রদেশ।
36. ভারতের বৃহত্তম নদীদ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়র্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে ?
উঃ) 2004 সালে।
37. ভারতে কবে যোজনা আয়োগ (Planning Comission) স্থাপিত হয় ?
উঃ) 1950 সালে।
38. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন কোন বাঁধ গঠিত হয় ?
উঃ) মেতুর, হীরাকুন্দ ও ভাকরা।
39. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ?
উঃ) 1948 সালে।
40. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?
উঃ) ডলফিন।
41. অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত ?
উঃ) নেভ।
42. নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ?
উঃ) স্ফীর্ণ।
43. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?
উঃ) সিয়াচেন হিমবাহ।
44. পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কী ?
উঃ) নরওয়ের সজনে ফিয়র্ড।
45. একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কতো ?
উঃ) 2.5 বছর।
46. পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে ?
উঃ) 1/4 অংশ।
47. বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ ?
উঃ) পিরামিড চূড়ার উদাহরণ।
48. হিমসিঁড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে কী বলে ?
উঃ) রাইজার।
49. বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত ?
উঃ) .05ডিগ্রি -1ডিগ্রি।
50.এস্কিমো ভাষায় ‘নুনাটাক্স’ এর বাংলা অর্থ কি ?
উঃ) ‘তুষার মুক্ত ভূমি’।
Gksolves.com 
51. আইরিশ শব্দ ‘গাইজার’ এর অর্থ কি ?
উঃ) গর্জন করা।
52. ব্লো আউট ভারতে কি নামে পরিচিত ?
উঃ) ধান্দ।
www.gksolves.com
53. ক্রিকমে ক্ষয়চক্রে গঠিত সমভূমিকে কি নামে অভিহিত করেন ?
উঃ) ‘Pan Plane’ নামে।
54. আচরণগত ভূগোলের প্রধান প্রবক্তা কে ?
উঃ) কেটস্।
55. ভূমির উলম্ব কোন্ মাপা হয় কোন যন্ত্রে ?
উঃ) অ্যাবনি লেভেল এ।
56. কোন অভিক্ষেপে গ্রীনল্যান্ডের সঠিক অবস্থান দেখানো যায় ?
উঃ) অর্থমরফিক অভিক্ষেপে।
57. 2012 সালের জীববৈচিত্র সম্মেলন কোথায় সংঘটিত হয় ?
উঃ) হায়দ্রাবাদে।
58. Vital Statistics এর জনক কে ?
উঃ) ক্যাপ্টেন জন গ্রাউন্ট।
59. সার্বজনীন ক্লাইমোগ্রাফের জনক কে ?
উঃ) গ্রিফিথ টেলর (1949)।
60. সামাজিক সমস্যার সমাধানে ফলিত ভূগোলের ব্যবহারকে কি বলে।
উঃ) আরগন (Ergon)।
61. 1999 সালে প্রেরিত।RS-P5 উপগ্রহের নাম কি ?
উঃ) CARTOSAT-1
62. কে সর্বপ্রথম বায়ু ফটোচিত্র তোলেন ?
উঃ) Gaspard Felix Tournachor (1858)
63. অভিসারী ফটোচিত্রে কয়টি ক্যামেরা ব্যবহার করা হয় ?
উঃ) দুটি।
64. CAC এর পুরা নাম কি ?
উঃ) Computer Assisted Cartography.
65. বায়ুযান থেকে ভূপৃষ্ঠের কোন একটি বিশেষ বস্তুর উলম্ব বা তির্যক ফটোচিত্র গ্রহণকে কি বলে ?
উঃ) পিন-বিন্দু ফটোগ্রাফি।
66. ‘ব্যবহারিক’ ভূগোল শব্দের প্রবক্তা কে ?
উঃ) এ.জে.হার্বার্টসন।
67. ব্যবহারিক ভূগোলে ‘মেগাজিওগ্রাফিক্যাল’ শব্দ কে ব্যবহার করেন ?
উঃ) পিটার নংস।
68. ভারতে ব্যবহারিক ভূগোলের শুভারম্ভ কোন সালে হয় ?
উঃ) 1951 এর পর।
69. WGS এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) World Geographic Society .
70. GIS এর জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যারটির নাম কি ?
উঃ) Arc View Software
71. আধুনিক GIS এর সূত্রপাত কবে ঘটে ?
উঃ) 1964 সালে কানাডায়।
72. Arc/info সফটওয়্যার এর প্রস্তুতকারক সংস্থার নাম কি ?
উঃ) ESRI .
73. Resolution কয় প্রকারের হয় ?
উঃ) চার প্রকারের।
74. LANDSAT 1,2,3 এর Temporal Resolution এর সময়সীমা কত ?
উঃ) 18 দিন।
75. ভারতে মিথ্যা রং হিসেবে বসতিকে কি রঙে দেখানো হয় ?
উঃ) Greenish Blue রঙে।
76. রাষ্টার ডাটার মৌলিক উপাদানের নাম কি ?
উঃ) পিক্সেল।
77. ভারত কবে IRS কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ?
উঃ) 1988 সালে।
78. উপগ্রহ থেকে প্রাপ্ত আকাশচিত্রের ত্রিমাত্রিক ব্যখ্যা করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ) স্টিরিও স্কোপ।
79. GDES কোন দেশের কৃত্রিম উপগ্রহ ?
উঃ) ইউ এস এ।
80. সানসিনক্রোনাস উপগ্রহ কোন অঞ্চল বরাবর আবর্তিত হয় ?
উঃ) মেরু অঞ্চল বরাবর।
81. Natural Milieux ধারণার প্রবর্তক কে ?
উঃ) ভিদাল দ্যা লা ব্লাশ।
www.gksolves.com
82. নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে ?
উঃ) গ্রিফিথ টেলর।
83. নিয়ন্ত্রণবাদের সম্পূর্ণ বিপরীত ভৌগোলিক তাত্বিক পদ্ধতি কোন টি ?
উঃ) সম্ভাবনাবাদ।
84. মাত্রিক বিপ্লবের সূচনা পর্ব কোন দশক ?
উঃ) 1950-60 এর দশক।
85. অভিজ্ঞতাবাদের প্রধান প্রবক্তা কে ?
উঃ) জন লক।
86. লেবেনস্ রাউম তত্বের প্রবক্তা কে ?
উঃ) র‌্যাটজেল।
87. ভূগোলে প্রণালীবদ্ধতা কয় প্রকার ?
উঃ) দুই প্রকার।
88. দৈশিক স্বাতন্ত্র্যবাদের অর্থ কি ?
উঃ) দেশ হল বিশেষ নিয়ন্ত্রণকারী সম্পন্ন স্বাধীন এক পৃথক বিষয়।
89. ডেভিড হার্ভে তার কোন গ্রন্থে ‘সামন্ধীক দেশ’ এর ধারণা দেন ?
উঃ) ‘Social Justice and The City’ নামক গ্রন্থে (1973)।
90. এক বা একাধিক সম ধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক কে কি বলে ?
উঃ) অঞ্চল।
91. গোর্খাল্যান্ড আন্দোলন ভূগোলের দৃষ্টিতে কোন বোধের ভিত্তিতে সংগঠিত ?
উঃ) আঞ্চলিকতা বোধ।
92. জাতীয়তাবাদের ক্ষুদ্র সংস্করণ কি ?
উঃ) আঞ্চলিকতবাদ।
93. কালিক ভূগোলের প্রবক্তা কে ?
উঃ) হ্যাগার স্ট্রেণ্ড।
gksolves.com
94. মূলক ভূগোলের উত্তোরক কোন মার্কসীয় দার্শনিক পরিচিত ?
উঃ) ডেভিড হার্ভে।
95. কোন দশকে নারীবাদ ভূগোলের পটভূমি তৈরী হয় ?
উঃ) 1970 দশকের মাঝামাঝি।
96. নৃতাত্ত্বিক ক্লদ-লেভিস্ট্রাউস ভূগোলের কোন মতবাদের সঙ্গে যুক্ত ?
উঃ) ভূগোলের গঠণবাদ।
97. ‘A Geographical।ntroduction to History'(1924) গ্রন্থের রচয়িতা কে ?
উঃ) লুসিয়েন ফেবর।
98. কোন দেশ ভূগোলের ধ্রুপদী পর্যায়ের আঁতুড় ঘর ?
উঃ) জার্মানী।
99. ভূগোলের ধ্রুপদী পর্যায়ের অবসানের সূচনা হয় কবে ?
উঃ) 1859 সালে।
100. জিওক্র্যাটিক মতবাদের মূল বক্তব্য কি ?
উঃ) মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতিদ্বারা নিয়ন্ত্রিত।


Download 100 + Geography SAQ in Bengali


File Details:-

File Name:- 100 + Geography SAQ in Bengali [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not share any spam link in the comment box